বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


পোশাক খাতের নিম্নতম মজুরি প্রস্তাবনা শ্রমিক ও শিল্পবিরোধী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৭.২০১৮

ডেস্ক রিপোর্ট :

পোশাক খাতে শ্রমিকদের নিম্নতম মজুরি ১ হাজার ৬০ টাকা বৃদ্ধির যে প্রস্তাব মালিকপক্ষ দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে কয়েকটি শ্রমিক সংগঠন। একই সঙ্গে মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধিদের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন এসব শ্রমিক সংগঠনের নেতারা।

পোশাক খাতের মজুরি পর্যালোচনায় গঠিত মজুরি বোর্ডের গত রোববার অনুষ্ঠিত তৃতীয় সভায় শ্রমিকদের নিম্নতম মজুরি বিদ্যমান ৫ হাজার ৩০০ থেকে ২০ শতাংশ বাড়িয়ে ৬ হাজার ৩৬০ টাকা করার প্রস্তাব দেয় মালিকপক্ষ। অন্যদিকে শ্রমিকপক্ষ ৬ হাজার ৭২০ টাকা বাড়িয়ে ১২ হাজার ২০ টাকা নিম্নতম মজুরি করার প্রস্তাব দিয়েছে। কিন্তু উভয়পক্ষের দেয়া প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে বামপন্থী শ্রমিক সংগঠনগুলোর জোট গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন।

গতকাল রাজধানীর তোপখানা রোডে নির্মল সেন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জোটের পক্ষ থেকে বলা হয়, দুই পক্ষের প্রস্তাবনাই শ্রমিক ও শিল্পবিরোধী। ফলে শ্রমিকরা এ ধরনের প্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত চার বছরে বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, দফায় দফায় গ্যাস-বিদ্যুতের দাম, শিক্ষা ও চিকিৎসা ব্যয় বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়ে চললেও শ্রমিকের মজুরি বাড়েনি। বর্তমান বাজারে একজন শ্রমিক কী খেয়ে, কীভাবে, কোন পরিবেশে থেকে, ওভারটাইম আর অক্লান্ত পরিশ্রম করে রফতানি আয়ের বড় অংশ এনে দেয় তা কারো অজানা নয়। তাই শ্রমিকদের ১৬ হাজার টাকা মোট মজুরির প্রস্তাবনা না মেনে নিম্নতম মজুরি ৬ হাজার ৩৬০ টাকা কিংবা ১২ হাজার ২০ টাকা করার যে প্রস্তাব মজুরি বোর্ডে দেয়া হয়েছে, তা কেবল শ্রমিক স্বার্থবিরোধীই নয়, শিল্পবিরোধীও বটে। কারণ এ শিল্পের প্রাণই হলো লাখো তরুণ শ্রমিক। তাদের মানবিক জীবন নিশ্চিত না করে যথাযথ মজুরি ঘোষণা না করলে শিল্পের এবং উৎপাদনশীলতার জন্য সেটি অমঙ্গল বয়ে আনবে, যার দায়ভার সরকার এবং মালিকপক্ষকেই নিতে হবে।

শ্রমিক সংগঠনগুলোর জোট ‘গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন’-এর বর্তমান সমন্বয়কারী ও বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, ওএসকে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ফখরুদ্দীন কবীর আতিক, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের উপদেষ্টা শামীম ইমাম, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দ ব্যাপারী বিন্দু, গার্মেন্ট শ্রমিক সভার সভাপতি শামসুজ জোহা, গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা বিপ্লব ভট্টাচার্য্য প্রমুখ। সংবাদ সম্মেলনে উপস্থিত শ্রমিক নেতাদের পরিচয় করিয়ে দেন গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু। লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সমন্বয়কারী মাহবুবুর রহমান ইসমাইল।

এদিকে নিম্নতম মজুরি নিয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের প্রস্তাবনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘও। গতকাল সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হাবীব উল্ল্যাহ বাচ্চু ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এক যৌথ বিবৃতিতে বলেন, মজুরি বোর্ডের সভায় মালিক ও শ্রমিক প্রতিনিধির মজুরির প্রস্তাব গার্মেন্টস খাতের শ্রমিকদের মধ্যে বিক্ষোভ সৃষ্টির পাশাপাশি এ খাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে।

এর আগে গত ১৬ জুলাই মজুরি প্রস্তাবনার প্রতিবাদ জানিয়েছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল। শ্রমিক প্রতিনিধির পক্ষ থেকে ১২ হাজার ২০ টাকার প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে তারা ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করে। তাদের দাবি, শ্রমিক প্রতিনিধি বিজিএমইএর নির্দেশে ১২ হাজার ২০ টাকার প্রস্তাবনা দিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি