শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


মা-মেয়েকে গলা কেটে হত্যা, স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৭.২০১৮

ডেস্ক রিপোর্ট :

গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকায় মা ও মেয়ের গলাকাটা ও স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে স্বামী নিজেই তার স্ত্রী ও মেয়েকে গলাকেটে হত্যার পর সে নিজে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্নহত্যা করেছে।

নিহতরা হলেন, হায়দারাবাদ এলাকার আবুল হাশেমের ছেলে কামাল হোসেন (৪০), তাঁর স্ত্রী নাজমা বেগম (৩৫) ও তাদের মেয়ে উত্তরা আধুনিক মেডিকেল কলেজের ১ম বর্ষের ছাত্রী সানজিদা কামাল ওরফে রিমি (১৮)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে কামাল হোসেনের ভাইয়ের স্ত্রী মাহমুদা বেগম মেয়েকে স্কুলে দিয়ে ফিরছিলেন। এসময়ে তিনি দেখতে পান কামাল হোসেনের বাড়ির বাহিরের লাইট জ্বলছিলো। অসময়ে লাইট জ্বলছে দেখে তিনি এগিয়ে যান। এসময় তিনি ঘরের দরজার ফাঁকা দিয়ে ঝুলন্ত লাশ দেখে ডাক-চিৎকার শুরু করেন। তার চিৎকারে প্রতিবেশী ও অন্য স্বজনরা এগিয়ে আসেন এবং বারান্দার গ্রিলের লক ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন। এসময়ে ঘরের মেঝেতে মা নাজমা বেগম ও মেয়ে সানজিদার গলাকাটা লাশ দেখতে পান। একই ঘরের আড়ার সঙ্গে ঝুলে ছিলো কামাল হোসেনের লাশ। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ বেলা আড়াইটার দিকে তিনটি লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ জানান, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে মনে হচ্ছে। মা ও মেয়েকে হত্যার পর পিতা আত্মহত্যা করে থাকতে পারে। তবে অধিকতর তদন্তে বিষয়টি স্পষ্ট হবে।

আরো দেখুন : গাজীপুরে নিখোঁজের ৩ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার

নিখোঁজের তিন ঘন্টা পর গাজীপুরের বারবৈকা শাহ আলম বাড়ি এলাকার একটি জঙ্গল থেকে সাড়ে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম খাদিজা আক্তার। সে একই এলাকার হায়দার আলীর এক মাত্র মেয়ে। নিহত শিশুর গলায়আঘাতের চিহ্ন রয়েছে এবং নীচের ঠোট কেটে ফেলা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে বাড়ীর লোকজন খাদিজাকে বাসায় রেখে চান্দনা চৌরাস্তা এলাকায় ডাক্তারের কাছে যায়। পরে বিকেল ৪ টার দিকে বাসায় ফিরে বাসার লোকজন তাকে খুজে পায়নি। পরে এক পর্যায়ে হায়দারে বড় ভাই হারুনের বাড়ির পূর্ব পাশে জঙ্গলে খাদিজাকে রক্তাক্ত অবস্থায় খুজে পাওয়া যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তুহিন জানান, শিশুটি মৃত অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে ও মাথা আঘাত করে দুই তিন ঘন্টা আগে হত্যা করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং নীচের ঠোট কেটে ফেলা হয়েছে । এরিপোর্ট লিখা পর্যন্ত মঙ্গলবার রাত ১০টায় লাশ নিহতের বাড়িতেই ছিল।

জয়দেবপুর থানার এস আই আব্দুর রহমানের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, লাশের সুরত হাল রিপোর্ট করা হচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি