শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মুরাদনগরে ২৬ শিক্ষা প্রতিষ্ঠানের ২৩টিতেই নেই জিপিএ-৫


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৭.২০১৮

স্টাফ রিপোর্টার :

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় এইচএসসি ও সমমান পরিক্ষায় অংশ নেয়া ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৩টিতেই নেই জিপিএ-৫। এতে করে জিপিএ-৫ প্রত্যাশি শিক্ষার্থীরা যেমন হতাশ পছন্দের বিশ^বিদ্যালয়ে ভর্তি নিয়ে, তেমনি চিন্তার ভাজ পরেছে অভিভাবকদের কপালে ।

শিক্ষার্থী সুমন বলেন, উপজেলার ডি আর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ পেয়ে ভালো ফলাফলের আশা নিয়ে কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে ভর্তি হই আমিসহ চার বন্ধু। কিন্তু এইচএসসি পরিক্ষায় জিপিএ-৫ হাতছাড়া হওয়ায় মেডিকেলে ভর্তি ফরম টানার যোগ্যতা হাড়িয়ে স্বপ্নভঙ্গের বেদনায় নিল। কারণ অঢেল টাকা খরচ করে প্রাইভেটে পড়ার মতো সামর্থ আমাদের নেই।
সুমন আরো বলেন,কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরিক্ষায় ৬শ ৫২জন অংশ নিয়ে ৪শ ৯৪জন পাশ করলেও জিপিএ-৫ পায়নি কেউ।

জানাযায়, জিপিএ-৫ না পাওয়া উপজেলার বাকি ২২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরিক্ষায় মোট ২হাজার ৫শ ৮৪ জন অংশ নিয়ে ১ হাজার ৭শ ৪০জন কৃতকার্য হয়েছে।
উপজেলার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির তালিকায় রয়েছেন মাত্র ৩টি প্রতিষ্ঠান। অধ্যাপক আব্দুল মজিদ কলেজে ৩৪, বেগম জাহানারা হক ডিগ্রি কলেজ ৩ ও চাঁন মিয়া মোল্লা ডিগ্রি কলেজে ১জন জিপিএ-৫ পেয়েছেন।

এই উপজেলায় গড় পাসের হাড় ৭২.৪৮। সর্বনিম্ন পাসের হাড় বাইড়া এম আরিফ স্কুল এন্ড কলেজ ১৮.৩৬ ও সর্বচ্চ পাশের হাড় অধ্যাপক আব্দুল মজিদ কলেজ ৮৮.২৭।
উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার বলেন, গত বছরের ফলাফলের তোলনায় এবার পাশের হাড় বৃদ্ধিপেলেও ভালো ফলাফলে অনেক পিছিয়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়ম বলেন, ‘গত বছর পাশের হাড় ছিল ৩২.৩৫ এবার ৭২.৪৮। তুলনামূলক ভাবে এবার শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি