শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » অজিলের অভিযোগকে ভিত্তিহীন বলল জার্মান ফুটবল সংস্থা!


অজিলের অভিযোগকে ভিত্তিহীন বলল জার্মান ফুটবল সংস্থা!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৭.২০১৮

 


স্টাফ রিপোর্টার:

ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে এখন জার্মান তারকা ফুটবলার মেসুট অজিল। রাশিয়া বিশ্বকাপে জার্মানির ভরাডুবির পর অনেক উগ্রবাদী জার্মান সমর্থকই এই অ্যাটাকিং মিডফিল্ডারকে কাঠগড়ায় দাঁড় করান। তারই জের ধরে তুর্কী বংশোদ্ভূত অজিল আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার কথা ঘোষণা দিয়েছেন। অজিলের ‘বর্ণবৈষম্যে’র এই অভিযোগ উড়িয়ে দিয়েছে জার্মান ফুটবল সংস্থা।

২০১৪ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য অজিলের অভিযোগ খারিজ করে বিবৃতি দিয়েছে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)।

রবিবারই অজিল অভিযোগ করেছিলেন, জার্মানি জিতলে তাঁকে জার্মান মনে করা হয়। অথচ হারলে দেখা হয় অনুপ্রবেশকারী হিসেবে। এই পরিস্থিতিতে তার পক্ষে আর জার্মানির হয়ে খেলা সম্ভব নয়। সোশ্যাল সাইটে তিন পাতার দীর্ঘ খোলা চিঠি পোস্ট করে অজিল ব্যাখ্যা করেন, কী ভাবে বার বার তাকে অপমানিত করা হয়েছে। রাশিয়া বিশ্বকাপের আগে মে মাসে লন্ডনে এক অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে ছবি তুলে চরম হেনস্থার শিকার হতে হয় অজিলকে। খোলা চিঠিতে সেকথাও উল্লেখ করেছেন তিনি।

তবে তার সব অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করেছে জার্মান ফুটবল সংস্থা। এক বিবৃতিতে ডিএফবি জানিয়েছে, “জাতীয় দল থেকে অজিলের অবসর নেওয়াটা দুঃখজনক। তবে বর্ণবৈষম্যের যে অভিযোগ অজিল করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। ডিএফবি কখনওই বর্ণবৈষম্যকে প্রশ্রয় দেয় না। সম্প্রীতি রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য। বছরের পর বছর ধরে ডিএফবি সেটাই করে চলেছে। তা সত্ত্বেও অজিলের যদি মনে হয়, ওকে রক্ষা করা হয়নি বর্ণবিদ্বেষ থেকে, তা অত্যন্ত দুঃখজনক।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি