শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ


বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৭.২০১৮

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে আসন্ন এশিয়া কাপ। আগামী ১৫ সেপ্টেম্বর হবে এই ম্যাচ। সংযুক্ত আরব আমিরাতে হবে এবারের টুর্নামেন্ট। বাছাইপর্বে জেতা দলের বিপক্ষে ১৮ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলবে ভারত। আর ভারত-পাকিস্তান দ্বৈরথ হবে ১৯ সেপ্টেম্বর।

চারটি দলের মধ্যে শেষ দুটি দল বাদ পড়বে। তবে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দুটি দল সুপার ফোর পর্যায়ে একে অপরের বিপক্ষে একটি ম্যাচ খেলবে। টেবিলের শীর্ষে থাকা দুটি দল ২৮ সেপ্টেম্বর দুবাইতে খেলবে ফাইনাল ম্যাচ।

এশিয়া কাপের এবারের আসর হবে ওয়ানডে ফরম্যাটে। কারণ আগামী বছর বিশ্বকাপ থাকায় নিয়ম অনুযায়ীই এভাবে হবে। এর আগে ২০১৬ সালের বাংলাদেশে অনুষ্ঠিত আসর ওয়ার্ল্ড টি-টোয়েন্টিকে সামনে রেখে হয়েছিল একই ফরম্যাটে।

এশিয়া কাপের এবারের বাছাইপর্বে খেলছে হংকং, মালয়েশিয়া, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে বাছাই থেকে আসা একটি দলকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে এবারের এশিয়া কাপের ড্র।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি