শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » মামলা দ্রুত নিষ্পত্তিতে প্রতি জেলায় সমন্বয় কমিটি হচ্ছে


মামলা দ্রুত নিষ্পত্তিতে প্রতি জেলায় সমন্বয় কমিটি হচ্ছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৭.২০১৮

স্টাফ রিপোর্টার:

অনিষ্পন্ন ৩৪ লাখ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য জেলা জজের নেতৃত্বে ‘জেলা মামলা সমন্বয় কমিটি গঠন’ করা হচ্ছে। এ কমিটি যেনো সঠিকভাবে কাজ করতে পারে সে বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) সহায়তা চেয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে ডিসি সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের ৪র্থ কার্য-অধিবেশন শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের একথা জানান।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন ও বিচার বিভাগ, সমাজকল্যাণ এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের এ কার্য-অধিবেশন অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এতে সভাপতিত্ব করেন।

আইনমন্ত্রী বলেন, মাদকের মামলা দ্রুত নিষ্পত্তিতে যদি আইন পরিবর্তন করতে হয় সেটি করবো। তবে পরিবর্তনের আগে বিদ্যমান আইনে দ্রুত শেষ করার যে সম্ভাবনাগুলো আছে। সেগুলি আমরা উল্লেখ করে সকলকে জানিয়ে দেবো এবং সেগুলি যেনো অগ্রাধিকার দিয়ে নিষ্পত্তি করা হয় সে ব্যবস্থা করবে। তবে এ বিষয়ে এই মুহূর্তে আলাদা আদালতের প্রয়োজন নেই বলেও জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি