শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আজ বিকেলে বাড্ডায় ইউলুপ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


আজ বিকেলে বাড্ডায় ইউলুপ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৭.২০১৮

পূর্বাশা ডেস্ক:

আজ শনিবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরে যান চলাচলের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হবে।

বাড্ডা ইউলুপলের ফলে, প্রগতি সরণি হয়ে ইউলুপ দিয়ে বাঁক নিয়ে বনশ্রী, আফতাবনগর, রামপুরা বা মালিবাগ অভিমুখে সহজেই যানবাহন চলাচল করতে পারবে। এয়ারপোর্ট, মেরুল বাড্ডা, শাহজাদপুর, গুলশান ও কুড়িল যাওয়ার জন্য রাস্তার লেনটিও হবে ইউটার্নমুক্ত। পাশাপাশি বাড্ডা পয়েন্টের যানজট অনেকটাই মুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

২০১৫ সালের মাঝামাঝিতে বাড্ডা ইউলুপটির নির্মাণ কাজ শুরু হয়। হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় ও তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং শাখা সহায়তায় নির্মিত করা হয়েছে বাড্ডা ইউলুপ। যার দৈর্ঘ্য সাড়ে চারশ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার প্রস্থের বাড্ডা ইউলুপ নির্মাণে ব্যয় হয়েছে ৪০কোটি টাকা।

এরআগে, রামপুরা ইউলুপটি চালুর পর যানজট নিরসনে বেশ সাফল্য পাওয়া গেছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এই প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ।

২০০৭ সালে শুরু হওয়া হাতিরঝিল প্রকল্পের মেয়াদ প্রথমে চার দফা বাড়ানো হয়। ২০১৬ সালের ডিসেম্বরে হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নের কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে ইউলুপের মূল সড়কের ভূগর্ভস্থ ডেসকো, বিটিসিএল, তিতাস, ওয়াসাসহ বিভিন্ন সেবা সংস্থার তার সরাতে সময় লেগে যায়।

এছাড়া ইউলুপের ডাইভারশন সড়ক নির্মাণের জমি অধিগ্রহণ নিয়ে মামলা থাকায়ও কাজ শেষ করা যায়নি। সে সময় প্রকল্পের কাজ শেষ না হওয়ায় সরকারের কাছে পঞ্চমবারের মতো আরও দেড় বছর সময় চায় রাজউক। তবে এজন্য প্রকল্পের ব্যয় বাড়েনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি