শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কাঁচামাল ও পুঁজি সংকটে দুরবস্থায় চট্টগ্রামের কাগজ শিল্প


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৭.২০১৮

পূর্বাশা ডেস্ক:

১৯৫৩ সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রায়ত্ত কর্ণফুলী পেপার মিলের সুবাদে দীর্ঘ সময় ধরে কাগজ শিল্পের জন্য প্রসিদ্ধ ছিল চট্টগ্রাম। পরবর্তীতে বেসরকারি উদ্যোগেও বেশ কয়েকটি কাগজকল গড়ে ওঠে বন্দরনগরীতে। শুরু থেকে সবক’টি কাগজকলই ভালো অবস্থানে ছিল। কিন্তু আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ ও মূলধন সংকটে এখন দুরবস্থা বিরাজ করছে চট্টগ্রামের কাগজ শিল্পে। গত দু-তিন বছরের ব্যবধানে বন্ধ হয়ে গেছে ১১টি কারখানা। এখন মাত্র চারটি কারখানা চালু থাকলেও সেগুলোর অবস্থা খুবই নাজুক।

খোঁজ নিয়ে জানা গেছে, টিকে গ্রুপ, মোস্তফা, এসএ, এশিয়ান, মীর ও আম্বিয়া গ্রুপসহ গত দেড় দশকে চট্টগ্রামের নামকরা কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোগে গড়ে ওঠে ১৫টি কাগজ কারখানা। শুরু থেকে প্রথম এক দশক প্রতিটি প্রতিষ্ঠানই এ খাতে ভালো ব্যবসা করে। কিন্তু বিভিন্ন কারণে বর্তমানে এ শিল্পে দুরবস্থা দেখা দেয়ায় দু-তিন বছরে একে একে বন্ধ হতে থাকে কারখানা।

শিল্পসংশ্লিষ্টরা বলেন, আন্তর্জাতিক বাজারে কাগজ তৈরির কাঁচামাল পাল্পের দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে। কিন্তু দেশে কাগজের চাহিদার তুলনায় কারখানা বেশি হওয়ায় উৎপাদন বেড়ে কাগজের দাম কমে গেছে। এছাড়া দেশে যে পরিমাণ রাইটিং ও প্রিন্টিং কাগজ দরকার, তা বড় মাপের ৮-১০টি কারখানাই জোগান দিতে পারে। অথচ বর্তমানে দেশে ছোট-বড় মিলে কাগজ তৈরির কারখানার সংখ্যা ১৩০টিরও বেশি। ফলে অসুস্থ প্রতিযোগিতা করতে গিয়ে ছোট ও মাঝারি মানের প্রতিষ্ঠানগুলো বেশি লোকসানে পড়ছে।

তারা আরো জানান, কাগজ তৈরির কাঁচামাল পাল্পের সবচেয়ে বড় জোগান আসে চীন থেকে। কিন্তু সম্প্রতি চীনে ওয়েস্টেজ কারখানাগুলো সংকুচিত হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে পাল্পের দাম বৃদ্ধি পেয়েছে। এতে কাগজ উৎপাদনে খরচ বৃদ্ধি পাওয়ায় লোকসান দিতে হচ্ছে দেশের কাগজকলগুলোকে।

এ বিষয়ে এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাহাবুদ্দিন আলম বলেন, ব্যবসায়িক সুযোগ-সুবিধায় ঢাকার চেয়ে চট্টগ্রাম পিছিয়ে পড়ছে। ঢাকার কাগজ কারখানাগুলো ক্যাপটিভ বিদ্যুৎ পেলেও চট্টগ্রামে চড়া দামের ফার্নেস অয়েলে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে কাগজ উৎপাদন করতে হচ্ছে। ঢাকায় প্রতি টন কাগজ উৎপাদনে ৫ হাজার টাকার বিদ্যুৎ খরচ হলেও চট্টগ্রামে খরচ হচ্ছে ১৫ হাজার টাকা। এছাড়া ঢাকার রুগ্ণ প্রতিষ্ঠানগুলো লোকসানের পর ব্যাংক থেকে পুনরায় ঋণ সুবিধা পেলেও চট্টগ্রামের কারখানাগুলো এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এতে একে একে বন্ধ হয়ে যাচ্ছে কাগজ কারখানাগুলো।

কাগজ শিল্পে নামকরা ব্র্যান্ড টিকে গ্রুপের ‘টিকে পেপার মিলস লিমিটেড’। ১৯৯৫ সাল থেকে কাগজ উৎপাদন করে আসছে চট্টগ্রামের এ প্রতিষ্ঠানটি। কাগজ শিল্পে ভালো ব্যবসা হওয়ায় টিকে গ্রুপ ২০০৮ সালে গড়ে তোলে ম্যাফ নিউজপ্রিন্ট মিলস লিমিটেড নামে আরেকটি প্রতিষ্ঠান। চার-পাঁচ বছর আগেও প্রতিষ্ঠান দুটি ভালো চলছিল। ওই সময় দুটি প্রতিষ্ঠানে প্রতিদিন ৭০০-৮০০ টন কাগজ উৎপাদন হতো। কিন্তু এ কারখানা দুটিতে এখন কাগজ উৎপাদন নেই বললেই চলে।

প্রতিষ্ঠানসংশ্লিষ্টরা জানিয়েছেন, টিকে গ্রুপের দুটি কাগজ কারখানায় প্রায় দেড় হাজার কর্মকর্তা-কর্মচারী কাজ করতেন। কিন্তু দুরবস্থার কারণে প্রায় ১ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী বেকার হয়ে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে টিকে গ্রুপের পরিচালক হাসনাত মোহাম্মদ আবু ওবায়দা বলেন, বিভিন্ন কারণে টিকে গ্রুপের পেপার মিল দুটি প্রায় বন্ধ অবস্থায় আছে। এর একটি বড় কারণ হচ্ছে, আন্তর্জাতিক বাজারে কাগজ তৈরির কাঁচামাল পাল্পের মূল্যবৃদ্ধি। দেড়-দুই বছর আগেও আন্তর্জাতিক বাজারে প্রতি টন পাল্প বিক্রি হতো ৪৯০-৫১০ ডলারে। কিন্তু বর্তমানে দাম প্রায় দ্বিগুণ বেড়ে প্রতি টন পাল্প ৮৫০-৯০০ ডলারে বিক্রি হচ্ছে। একদিকে কাঁচামালের মূল্যবৃদ্ধি, অন্যদিকে দেশে চাহিদার তুলনায় কারখানা বেশি হওয়ায় উৎপাদন বেড়ে কাগজের দাম কমে গেছে। ফলে কাগজ উৎপাদন করে লোকসান গুনতে হচ্ছে আমাদের। এ কারণে কারখানা দুটিতে কাগজ উৎপাদন বন্ধ রাখতে হয়েছে।

চট্টগ্রামে দীর্ঘদিন ধরে কাগজ ব্যবসা করছে পুরনো শিল্পপ্রতিষ্ঠান মোস্তফা গ্রুপ। ১৯৯৯ সালে ‘মোস্তফা পেপার প্রডাক্টস’ কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে কাগজ শিল্পে নাম লেখায় তারা। এ কারখানায় কার্টুন ও প্যাকেট (লাইনার মিডিয়াম পেপার) উৎপাদন হয়। পরবর্তীতে ২০০৫ সালে নিউজপ্রিন্ট এবং রাইটিং প্রিন্টিং পেপার উৎপাদনের জন্য আরেকটি কারখানা গড়ে তোলে মোস্তফা গ্রুপ। ‘মোস্তফা পেপার কমপ্লেক্স’ নামের কারখানাটি উৎপাদনে যায় ২০০৭ সালে। গ্যাস-বিদ্যুৎ ও প্রয়োজনীয় অর্থের সমন্বয়ে প্রথম কয়েক বছর কাগজ শিল্পে ভালো মুনাফাও করে গ্রুপটি। কিন্তু ভোগ্যপণ্য ও ইস্পাত খাতে বড় অংকের লোকসানের ফলে গ্রুপটির কাগজ শিল্পেও মারাত্মক প্রভাব পড়ে। কাঁচামাল ও অর্থের সংস্থান না করতে পেরে কয়েক বছর ধরে এ খাতেও লোকসান গুনতে হচ্ছে মোস্তফা গ্রুপকে। এ অবস্থায় গত রমজানের আগে মোস্তফা পেপার প্রডাক্টস কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে। বাকি কারখানাটিতে কার্টুন ও প্যাকেট তৈরির কাজ চললেও অবস্থা বেশি ভালো নয়।

এ বিষয়ে মোস্তফা গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ (এইচআর অ্যান্ড অ্যাডমিন) মো. মুহিব উল্লাহ বলেন, ওয়ান-ইলেভেনের সময় ভোগ্যপণ্যের ব্যবসায় মোস্তফা গ্রুপের ৬৮০ কোটি টাকার বেশি লোকসান হয়। এরপর ২০১১-১২ সালে শিপ ব্রেকিং খাতে লোকসান হয় প্রায় ৫০০ কোটি টাকা। এসব লোকসানের ফলে গ্রুপের সব খাতের ব্যবসায় ধস নামে। এর পর থেকে ব্যাংকগুলো অর্থায়ন করছে না। আমাদের কারখানা আছে, যন্ত্রপাতি আছে। অর্থের সংস্থান হলে কারখানাগুলোকে আবারো চালু করা যেত। ব্যবসায় লাভ-লোকসান থাকবে। কিন্তু কোনো প্রতিষ্ঠান লোকসানে পড়লে আর এ সময় ব্যাংক তাদের অর্থায়ন বন্ধ করে দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আরো বিপাকে পড়ে।

তিনি বলেন, দেশীয় বিনিয়োগ না পাওয়ায় আমরা বিদেশী প্রতিষ্ঠানের অর্থায়নে ও কড়া শর্তে কাগজ তৈরি করছি। এতে উৎপাদিত কাগজ কম দামে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিক্রি করতে হচ্ছে।

২০০৭-০৮ অর্থবছরে কাগজ ব্যবসায় আসে চট্টগ্রামের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান এসএ গ্রুপ। গড়ে তোলে এসএ পেপার মিল। ব্যাংক থেকে ঋণ নিয়ে কারখানার যন্ত্রপাতির জোগান দিলেও শুরুতেই হোঁচট খায় উদ্যোগটি। প্রয়োজনীয় গ্যাস ও বিদ্যুতের অভাবে দীর্ঘদিন উৎপাদনে যেতে পারেনি কারখানাটি।

দীর্ঘ অপেক্ষার পরও গ্যাস-বিদ্যুৎ না পেয়ে ২০১১-১২ সালের দিকে ফার্নেস অয়েল দিয়ে পাল্প তৈরি শুরু করে প্রতিষ্ঠানটি। কিন্তু চড়া দামে ফার্নেস অয়েল কিনে পাল্পস তৈরি করে লাভের পরিবর্তে লোকসান গুনতে হয়। টানা লোকসানে একপর্যায়ে কারখানাটির উৎপাদন চালু রাখা সম্ভব হয়নি। ফলে গেল বছরের শেষ দিকে কারখানাটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বেকার হয়ে পড়ে কারখানার প্রায় ৬০০ কর্মকর্তা-কর্মচারী।

এসএ গ্রুপের আরেকটি কাগজকল ‘সাউথ ইস্টার্ন পেপার মিল’ গড়ে তোলা হয় ২০০৯ সালে। কাগজ উৎপাদনের উদ্দেশ্যে কারখানাটি শুরু করলেও পর্যাপ্ত গ্যাস-বিদ্যুতের অভাবে তা আর চালু করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় মূলধন ও পর্যাপ্ত গ্যাস-বিদ্যুৎ পেলে গ্রুপটির দুটি কারখানায় প্রতিদিন গড়ে প্রায় ৩০০ টন কাগজ উৎপাদন করা যাবে বলে মন্তব্য প্রতিষ্ঠানসংশ্লিষ্টদের।

এদিকে গত বছরের শেষ দিকে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের আরেকটি কাগজ কারখানা আম্বিয়া পেপার মিল। আম্বিয়া গ্রুপের এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার প্রথম পাঁচ-সাত বছর ভালো মুনাফা করে বলে জানান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ হাশেম। তিনি বলেন, পাশের দেশ ভারত থেকে কাগজ আমদানি ও বড় শিল্প গ্রুপের একচেটিয়া ব্যবসার কারণে ক্ষুদ্র ও মাঝারি মানের কারখানাগুলোর খুবই খারাপ অবস্থা। ফলে একে একে কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে।

কাগজ শিল্পে দীর্ঘদিনের অভিজ্ঞতা বায়েজিদ পেপার মিলের। কিন্তু কাগজ তৈরির কাঁচামাল পাল্পের মূল্যবৃদ্ধিসহ অর্থ সংকটে প্রতিষ্ঠানটির দুটি কারখানার একটি বন্ধ হয়ে গেছে। বাকি কারখানাটির অবস্থাও খুব বেশি ভালো নয় বলে জানা গেছে।

এদিকে হালদা দূষণের কারণে পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা ও নানা কারণে বন্ধ হয়ে আছে চট্টগ্রামের আরো দুটি প্রতিষ্ঠান এশিয়ান পেপার মিল ও ম্যাক পেপার মিল। এছাড়া চট্টগ্রামের একমাত্র রাষ্ট্রায়ত্ত কাগজ কারখানা কর্ণফুলী পেপার মিলও দীর্ঘ কয়েক বছর ধরে কাঁচামাল সংকটসহ নানা কারণে বন্ধ রয়েছে।

জানা গেছে, চট্টগ্রামে কারখানা চালু রেখে এখন পর্যন্ত কোনোভাবে কাগজ উৎপাদন করছে মীর গ্রুপের মীর পেপার ও হাক্কানি গ্রুপের হাক্কানি পেপার অ্যান্ড পাল্পস ও হাক্কানি পেপার অ্যান্ড বোর্ড মিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি