শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার আওয়ামী লীগ নেতা ঢাকায় অপহৃত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৭.২০১৮

 

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পারভেজ হোসেন সরকার (৪০) অপহরণের ১১ ঘণ্টা পর উদ্ধার হয়েছেন। এর আগে গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকার নিজ বাসার সামনে থেকে একটি কালো রঙের জিপ গাড়িতে তাঁকে তুলে নেওয়া হয়। গাড়িতে থাকা চার ব্যক্তির কাছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মতোই অস্ত্র ও ওয়াকিটকি ছিল। অবশেষে রাত সোয়া ১২টার দিকে পূর্বাচল এলাকা থেকে তাঁকে উদ্ধার করে বাসায় নিয়ে যায় স্বজনরা।

পারভেজ হোসেন সরকার অপহৃত হওয়ার পর পরই তৎপর হয় পুলিশ। তারা ঘটনাস্থল থেকে ক্লোজ সার্কিট (সিসি) টিভি ক্যামেরার ফুটেজ জব্দ করে। তাতে পারভেজকে গাড়িতে তুলে নেওয়ার দৃশ্য ধরা পড়ে। এ ঘটনায় তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারকে ঘিরে সন্দেহ তৈরি হয়।

পারভেজের খালাতো ভাই ফাহাদ মোহাম্মদ বলেন, ‘লালমাটিয়া সি-ব্লকের ২৭ নম্বর সড়কের ৩০ নম্বর বাড়িতে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে থাকেন পারভেজ। গতকাল দুপুরে তিনি লালমাটিয়ার মিনার মসজিদে নামাজ পড়তে বের হয়েছিলেন। এ সময় একজনের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন। এরপরই একটি কালো রঙের জিপ গাড়ি আসে এবং দুজন তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। গাড়ির ভেতরও দুজন ছিল। তাদের সবার হাতে পিস্তল ও ওয়াকিটকি ছিল।’

স্বজনরা দাবি করে, দ্রুত মোহাম্মদপুর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে। সেখানে দেখা গেছে, একটি কালো রঙের গাড়ি (ঢাকা মেট্রো-গ-১৪-২৫৭৭) বাসার সামনে এসে থামে এবং দুজন লোক জোর করে পারভেজকে ওই গাড়িতে তুলে নিয়ে যায়। তিতাসের বর্তমান ভাইস চেয়ারম্যান সোহেল শিকদারের কারণে পারভেজ এলাকায় একা যেতে সাহস পেতেন না। গত বছর ওই এলাকায় সোহেলের লোকজন পারভেজের ওপর হামলা করেছিল। এ কারণে সোহেলকেই সন্দেহ করছে তারা।

স্থানীয় সূত্র জানায়, তিতাস উপজেলার বাতাকান্দি সরকার বাড়ির বেলায়েত হোসেন সরকারের চার ছেলের মধ্যে পারভেজ ছোট। আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে অল্প সময়েই জনপ্রিয় নেতায় পরিণত হন তিনি। তিতাস উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি পারভেজ এখন দলের কুমিল্লা উত্তর জেলা শাখার সদস্য। তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (তিতাস ও হোমনা) আসন থেকে দলের মনোনয়নপ্রত্যাশী তিনি। রাজনীতির কারণে স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন পারভেজ।

সহকর্মী ও পারিবারিক সূত্র জানায়, ২০১৬ সালের নভেম্বরে দাউদকান্দির গৌরীপুরে প্রকাশ্যে হত্যা করা হয় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন সরকারকে। মনির ছিলেন পারভেজের ঘনিষ্ঠ সহযোগী। এ মামলার প্রধান আসামি সোহেল। থানার তদন্তে তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। কিন্তু মনিরের স্ত্রী আদালতে পুনঃ তদন্তের আবেদন করেন। আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আবার তদন্ত করে গত বুধবার কুমিল্লার আদালতে অভিযোগপত্র দেয়। সেখানে সোহেলকে প্রধান আসামি করা হয়। ওই দিনই আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর গা ঢাকা দেন সোহেল।

এদিকে মনির জীবিত থাকা অবস্থায় সোহেলও একরকম এলাকাছাড়া ছিলেন। মনির খুন হওয়ার পর পারভেজের সঙ্গে তাঁর বিরোধ চরমে পৌঁছে। কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরোয়ার বাবু আগে পারভেজের ঘনিষ্ঠ ছিলেন। তিনিও তিতাস আসন থেকে নির্বাচন করতে চাইছেন। সরোয়ার বাবু সম্প্রতি সোহেলকে তাঁর কাছে টেনে নেন। এক বছর আগে বাতাকান্দি বাজারে পারভেজের গণসংযোগে হামলা চালায় সোহেল ও তাঁর সহযোগীরা। ওই সময় পারভেজকে লাঞ্ছিত করা ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পারভেজ মামলা করেন সোহেলের বিরুদ্ধে। এরপর প্রায় ছয় মাস এলাকায় যাননি পারভেজ। মনির হত্যা মামলায় বুধবার সোহেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর গতকাল পারভেজের অপহৃত হওয়ার ঘটনায় এখন তিতাস ও হোমনায় ব্যাপক গুঞ্জন চলছে।

মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, ‘লালমাটিয়া থেকে পারভেজ হোসেন সরকার নামের এক ব্যক্তিকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি কুমিল্লার তিতাস উপজেলার চেয়ারম্যান ছিলেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনাস্থলে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।’

এদিকে গত রাত সোয়া ১২টার দিকে পারভেজ হোসেন সরকার স্বজনদের ফোন করেন। এরপর স্বজনরা পূর্বাচলের ৩০০ ফুট এলাকা থেকে তাঁকে উদ্ধার করে বাসায় নিয়ে যায়। তবে কে বা কারা তাঁকে অপহরণ করেছে এবং ছেড়ে দেওয়ার কারণ কী তা তাত্ক্ষণিক জানা যায়নি।

মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর রাত সাড়ে ১২টার দিকে বলেন, ‘৩০০ ফুট রাস্তায় পারভেজ হোসেনের সন্ধান পাওয়া গেছে। আমাদের টিম তাঁকে আনতে সেখানে গেছে। তাঁর স্বজনরাও গেছে সেখানে।’

রাতে পৌনে ১টার দিকে পারভেজের খালাতো ভাই ফাহাদ মোহাম্মদ বলেন, ‘পারভেজ ৩০০ ফুট এলাকা থেকে ফোন করে তাঁকে নিয়ে আসতে বলেন। সাড়ে ১২টার দিকে তাঁকে বাসায় আনা হয়েছে। কে বা কারা কিভাবে অপহরণ করেছে তা এখনো আমরা বলতে পারছি না।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি