শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


মাদ্রিদে চট্টগ্রামবাসীর ঐতিহ্যবাহী মেজবান উৎসব অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৭.২০১৮

পূর্বাশা ডেস্ক:

স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের হাজার বছরের ঐতিহ্যবাহী মেজবান উৎসব।

২৭ জুলাই মাদ্রিদের বাংলাদেশ অধ্যুষিত এলাকা লাভাপিয়েসের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হল ও ঢাকা ক্যাফে রেস্টুরেন্টে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

উৎসবে মাদ্রিদ ও আশপাশের শহরে বসবাসরত চট্টগ্রামবাসী ছাড়াও অনেক প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

মেজবান আয়োজনের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন চট্টগ্রাম সমিতি মাদ্রিদের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সিনিয়র সহসভাপতি দুলাল সাফা, সাধারণ সম্পাদক সাঈদুল আলম মামুন ও সাংগঠনিক সম্পাদক কাজী পারভেজ।

প্রতিবছরই মাদ্রিদের চট্টগ্রাম সমিতি কোন ফি প্রদান ছাড়াই চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান খাবার পরিবেশন করে থাকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি এ এস আই রবিন, জামাল উদ্দিন মনির, সাধারণ সম্পাদক মিনহাজুল আলম মামুন, কামরুজ্জামান সুন্দর, আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিন, শেখ আব্দুর রহমান, ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহী ও স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ প্রমুখ।
তারা বলেন, এ ধরনের আয়োজন কমিউনিটিতে একের প্রতি অন্যের সম্প্রীতি ও সৌহার্দ্য আরও বৃদ্ধি করবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি