শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


গুজব ছড়ানোর অপরাধে দুই শিক্ষার্থী গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৮.২০১৮

ডেস্ক রিপোর্ট:
গুজব ছড়ানোর অভিযোগে দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে সিআইডির অর্গানাইজড ক্রাইম (সাইবার ক্রাইম ইউনিট)। গ্রেফতারকৃত দুই শিক্ষার্থী হলেন- আহমাদ হোসাইন (১৯) ও নাজমুস সাকিব (২৪)। মঙ্গলবার ও বুধবার তাদের গ্রেফতার করা হয়।
সিআইডির গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার শারমিন জাহান জানান, সড়কে দুই শিক্ষার্থী নিহতের ঘটনার আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন উস্কানিমূলক লেখা, ফটো ও ভিডিওর মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টাকারী হিসেবে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে পল্টন থানার আইসিটি আইনে করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, সিআইডি সোস্যাল মিডিয়া মনিটরিং করে তাদের চিহ্নিত করা হয়। ফেসবুকের বিভিন্ন পোস্ট ও লেখার স্ক্রিনশট সংগ্রহ করে কামরাঙ্গীর চর থেকে তাদের গ্রেফতার করা হয়।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি