শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ফিলিস্তিনিদের সহায়তা কমালেন ট্রাম্প


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৮.২০১৮

ডেস্ক রিপোর্ট :

গাজায় বসবাসকারী ফিলিস্তিনি জনগণ ও পশ্চিম তীরের জন্য ২০ কোটি মার্কিন ডলারেরও বেশি সহায়তা কাটছাঁট করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে ‘শান্তিবিরোধী’ উল্লেখ করে ফিলিস্তিন রাষ্ট্রদূতের মন্তব্যের জের ধরে এ সিদ্ধান্ত এসেছে বলে মনে করা হচ্ছে।

শনিবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ফিলিস্তিন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সহায়তা কর্মসূচিগুলো পর্যবেক্ষণের পর ‘প্রেসিডেন্টের নির্দেশে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেরুজালেমে অবস্থিত পশ্চিম তীর ও গাজার জন্য এই সহায়তা বরাদ্দ ছিল। এখন তা ‘অন্য কোথাও অগ্রাধিকারমূলক কোনো প্রকল্পে’ব্যবহার করা হবে। ওই কর্মকর্তা বলেন, গাজায় আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর সহায়তা দিতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়াকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই অঞ্চল হামাসের নিয়ন্ত্রণে থাকায় গাজার বাসিন্দাদের জীবন বিপন্ন হয়ে পড়েছে। সেখানে মানবিক ও অর্থনৈতিক পরিস্থিতি আরও শোচনীয় আকার ধারণ করেছে। এর আগে গত জানুয়ারিতে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ-তে দেওয়া সহায়তা যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণে কমিয়ে দিয়েছে।

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ডোনাল্ড ট্রাম্প স্বীকৃতি দেওয়ার পর থেকে মার্কিন প্রশাসন ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে সম্পর্কের অবনতি হয়।

ফিলিস্তিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়ায় মধ্যস্থতা করার আর অধিকার রাখে না বলেও মন্তব্য করে ফিলিস্তিন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি