বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » একাদশ সংসদ নির্বাচনে ইভিএম রাখার পক্ষে নীতিগত সিদ্ধান্ত


একাদশ সংসদ নির্বাচনে ইভিএম রাখার পক্ষে নীতিগত সিদ্ধান্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৮.২০১৮

ডেস্ক রিপোর্টঃ

আগামী একাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) যুক্ত করার পক্ষে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন ভবনে নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধন নিয়ে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি’র এই সিদ্ধান্ত আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর আইন মন্ত্রণালয় বিষয়টি নিয়ে আলোচনা করে সংসদে পাস করলে আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রক্রিয়া শুরু হবে।

এদিকে আগামী ৯ সেপ্টেম্বর দশম জাতীয় সংসদের বিদায়ী অধিবেশন শুরু হতে যাচ্ছে। এই অধিবেশনেই আরপিও সংশোধন বিষয় সম্বলিত বিধান পাস হতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি