শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৯.২০১৮

ডেস্ক রিপোর্টঃ

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী প্রায় চূড়ান্ত করে ফেলেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনে ইমামদের বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত উল্লেখ করে তিনি বলেন, তফসিল ঘোষণার পরই মনোনয়ন কারা পাচ্ছে সেটা চূড়ান্ত ভাবে বলা যাবে। দলের সভানেত্রী বিভিন্ন উইংস থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন। সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেওয়া হবে। সেই তালিকাও মোটামুটি প্রস্তুত।

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবির প্রতিক্রিয়া জানতে চাইলে হানিফ বলেন, কোনো রাজনৈতিক দলের ইচ্ছা-অনিচ্ছার উপর সব কর্মকা- হয় না, সব রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতি বৈঠক করে, সবার পরামর্শের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সেই নির্বাচন কমিশন কারও ইচ্ছা-অনিচ্ছায় যখন-তখন ভেঙে পুনর্গঠন করার দাবিটা যৌক্তিক নয়।

নির্বাচনের আগে খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকার গঠন বিএনপির দাবির বিষয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি কি করবে না করবে এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। বিএনপি তাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার বিষয়ে যে দাবি করেছে তা সম্পূর্ণ অযৌক্তিক। একমাত্র রাষ্ট্রপতিই পারেন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে। সেই ক্ষেত্রে খালেদা জিয়াকে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। এর বাইরে রাজনৈতিক ভাবে মুক্ত করার কোনো সুযোগ নেই।

আওয়ামী লীগের যগ্মœ সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন, বিএনপির দাবি গুলোর মাধ্যমে দলের নেতারা সুনিশ্চিত করেছেন, তাদের নেত্রী টাকা আত্মসাৎকারী। তারা সুনিশ্চিত ভাবে ধরে নিয়েছেন আদালতে নির্দোষ প্রমাণ করতে পারবেন না, তাই রাজনৈতিকভাবে মুক্তির চেষ্টা করছে। আমরা মনে করি রাজপথে আন্দোলনের হুমকির মধ্য দিয়ে বিএনপি নেত্রীর দুর্নীতি ও অপকর্মকে আড়াল করার চেষ্টা করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি