শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


নির্বাচনকালীন সরকারের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৯.২০১৮


ডেস্ক রিপোর্টঃ
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, কার্যকাল পর্যন্ত সংসদ চলবে। সংসদ ভাঙবে না। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আগামী ৯ সেপ্টেম্বর যে অধিবেশন ডেকেছেন সেটা হবে এই সংসদের শেষ অধিবেশন। তবে নির্বাচনকালীন সরকার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেবেন।

সোমবার রাজধানীর তেজগাঁওস্থ জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

নির্বাচনকালীন সরকারের আকার কেমন হবে তা জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা প্রধানমন্ত্রীর দায়িত্ব। তাই নির্বাচনকালীন সরকারের আকার উনিই (প্রধানমন্ত্রী) জানেন।

আরপিও সংশোধনীর বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আরপিও সংশোধনীর বিষয়ে ভেটিং ও আইনী পরামর্শের জন্য ফাইলটি আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পৌঁছেছে। আমার কাছে এখনো আসেনি। লেজিসলেটিভ বিভাগ সেটা দেখবে তারপর তা আমারে কাছে পাঠাবে।

আইনমন্ত্রী বলেন, অনেকে ঘরে বসে বক্তৃতা দেন, দেশে গণতন্ত্র নেই, দেশ এমনিতেই উন্নত হয়ে যেত। কিন্তু আমার কথা হলো, নির্বাচনের মাধ্যমে সংসদে জনপ্রতিনিধিরা আছেন, প্রত্যেক এলাকায় জনগণের নির্বাচিত চেয়ারম্যান, মেম্বারগণ আছেন। তাই সর্বস্তরেই গণতন্ত্র আছে। আর গণতন্ত্র আছে বলেই শেখ হাসিনার সরকার দেশের উন্নয়ন করে। যারা ড্রইং রুমে বসে গণতন্ত্র নেই বলে, আন্দোলনের ডাক দিয়ে বিমানে চড়ে বসেন, জনগণ তাদের কথা শুনবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি