বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


নতুন সম্পর্ক গড়তে চান যুক্তরাষ্ট্র ইমরান খানের সঙ্গে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৯.২০১৮

ডেস্ক রিপোর্টঃ

সন্ত্রাসবাদ নির্মূলের জন্য পাকিস্তানকে যে ৩০০ মিলিয়ন ডলার ত্রাণ দেওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্র তা বাতিল করা হচ্ছে। গত জানুয়ারিতে ওই অর্থ সাহায্যের ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় ইমরান খান সরকারের সঙ্গে ‘নতুন’ করে সম্পর্ক করার চেষ্টা শুরু করার চেষ্টা করছে ওয়াশিংটন। পাকিস্তান সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সেই কাজই শুরু করলেন।

৫ সেপ্টেম্বর, বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে হয়েছে।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেন, ‘ইসলামাবাদ এবং ওয়াশিংটনের মধ্যে যে অচলাবস্থা ছিল তার অবসান হয়েছে।’

কোরেশি বলেন, ‘আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্র তার নীতি পুনর্বিবেচনা করেছে এবং ১৬ বছরের সংঘাত অবসানের জন্য এখন তালেবানের সঙ্গে আলোচনায় বসতে চায় তারা।’

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী তাকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রীক আমি বলেছি, আপনারা যদি সম্পর্কের উন্নতি চান তাহলে বিশ্বাসযোগ্য ও খোলামেলা আলোচনা করতে হবে এবং দু’পক্ষের উদ্বেগ চিহ্নিত ও স্বীকার না করা পর্যন্ত সম্পর্কের উন্নতি সম্ভব নয়।’

ইসলামাবাদের এই বৈঠকে মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল জোসেফ ডানফোর্ড, পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি, পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং সেনা গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাভিদ মুখতার উপস্থিত ছিলেন।

ইসলামাবাদে ইমরানের সঙ্গে বৈঠকের পর পম্পেও এবং তার প্রতিনিধিরা ভারতের উদ্দেশে ইসলামাবাদ ত্যাগ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি