শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » নির্বাচন কখন হবে বলার দায়িত্ব সরকারের কোনও মন্ত্রীর না: ওবায়দুল কাদের


নির্বাচন কখন হবে বলার দায়িত্ব সরকারের কোনও মন্ত্রীর না: ওবায়দুল কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৯.২০১৮

পূর্বাশা ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কখন হবে সেটা বলার দায়িত্ব নির্বাচন কমিশনের। এটা বলার দায়িত্ব সরকার কিংবা সরকারের কোনও মন্ত্রীর নয়, কিংবা দলের কোনো নেতারও নয়। নির্বাচন কমিশনকে বিব্রত করা আমাদের কাজ না। তাই আমাদের যার-যার আওতার মধ্যে সীমিত থেকে দায়িত্বশীল ভূমিকায় থাকলে দেশ, গণতন্ত্র ও সরকারের জন্য ভালো।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে, রাজশাহী মহানগর ও রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে এবং ওই নির্বাচনকে মাথায় রেখে আগামী ২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে, গতবুধবার সাংবাদিকদের জানিয়েছিলেন অর্থমন্ত্রী।এ বিষয় ওবায়দুল কাদের বলেন, নির্বাচন এবং নির্বাচনকালীন সরকার সম্পর্কিত সবকিছু জানেন একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা বলার দায়িত্ব সরকার কিংবা সরকারের কোনও মন্ত্রীর নয়।

তিনি বলেন, বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ। এর মতো বড় ভোটার দলকে বাদ দিয়ে, জাতীয় ঐক্য প্রক্রিয়া গঠন করা রাজনৈতিক অঙ্গনে হাস্যকর। জাতীয় ঐক্য নয়, সাম্প্রদায়িক ঐক্েযর মেরুকরণ। আওয়ামী লীগ জনগণের ঐক্যে বিশ্বস্ত, জাতীয় ঐক্য নয়। প্রয়োজন হলে আওয়ামী লীগ জাতীয় ঐক্যের ডাক দিবো। আমরাও প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে যাচ্ছি না। ঐক্যও হতে পারে। নির্বাচন আসলে জোট হবেই স্বাভাবিক।

জনপ্রিয়তার ভিত্তেই নমিনেশন দেয়া হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দলীয় ক্ষমতা বা মন্ত্রী এমপি দেখে নমিনেশন দেয়া হবে না। নমিনেশন দেয়া হবে যার যার এলাকার নিজেদের জনপ্রিয়তার ভিত্তিতে। রাজনীতিতে ও গণতন্ত্রের জন্য প্রতিযোগিতা থাকা ভালো, তবে ক্ষমতার জন্য নিজের মধ্যে প্রতিযোগিতা না করার আহ্বান জানান তিনি।

বিএনপি অনিয়ম, কারচুপি করে ক্ষমতায় গিয়েছিলো উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের ইতিহাসে অনিয়ম, জালিয়াতি নাই।

নির্বাচনে অনিয়ম, কারচুপি একমাত্র বিএনপির পক্ষে শোভাপায়। নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় গেছে বিএনপি তার কথার দেশের লোকজন জানে।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর প্রমূখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি