বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


রোববার খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৯.২০১৮

ডেস্ক রিপোর্টঃ
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পাঁচ সদস্য।

শনিবার বিকেল পৌনে ৪টায় বোর্ডের সদস্যরা একটি মাইক্রোবাসে করে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। প্রায় ঘন্টাখানেক পর তারা কারাগার থেকে বের হন। তবে এ সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

কারা সূত্রে জানা গেছে, মেডিকেল বোর্ডর সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন। চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ রোববার অফিসিয়ালি তারা দিবেন।তাদের পরামর্শ মোতাবেক খালেদা জিয়ার চিকিৎসা করা হবে।

এর আগে কারা-কর্তৃপক্ষের কাছ থেকে চিঠি পাওয়ার পর ১৩ সেপ্টেম্বর ৫ সদস্যের এই মেডিকেল বোর্ড গঠন করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। বোর্ডের সদস্যরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল জলিল চৌধুরী, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক হারিসুল হক, অর্থপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী বীরু, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ। বোর্ডের প্রধান হলেন ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল জলিল চৌধুরী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি