শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » শেনিন করপোরেশনের নামে শাহজালাল বিমানবন্দরে আসা ২০ কেজি ওজনের ‘খাট’ আটক


শেনিন করপোরেশনের নামে শাহজালাল বিমানবন্দরে আসা ২০ কেজি ওজনের ‘খাট’ আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৯.২০১৮


স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার শেনিন করপোরেশনের নামে আসা ২০ কেজি ওজনের নতুন মাদক নিউ সাইকোট্রফিক সাবস্টেনসেস (এনপিএস) বা ‘খাট’ এর একটি চালান জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহায়তায় আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিমানবন্দরের ফরেন পোস্ট অফিস এলাকা থেকে এই ‘খাট’র চালান জব্দ করা হয়।

রাজধানীর তেজগাঁওয়ের ১৪৯/এ নম্বর শরিফ মসজিদ কমপ্লেক্সের ৫০ নম্বর কক্ষে অবস্থিত শেনিন করপোরেশনের অনুকূলে ‘গ্রিন-টি’র নামে মাদকের চালানটি আনা হয়েছিলো ইথিউপিয়া থেকে। জেট এয়ারওয়েজের একটি বিমানে করে আজ চালানটি নামে বিমানবন্দরে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) নজরুল ইসলাম সিকদার জানান, ‘গ্রিন টি’ হিসেবে আমদানি করা ২০ কেজি ওজনের নতুন মাদক ‌‘খাট’ উদ্ধার হয়েছে। এই মাদক ইথিউপিয়া থেকে আমদানি করা হয়েছিল। এই চালানের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি