শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ



পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৯.২০১৮

ডেস্ক রিপোর্ট:গত মাস থেকে হঠাৎ করেই শেয়ারবাজারে বাড়তে শুরু করেছে নতুন বিনিয়োগকারীর সংখ্যা তথা নতুন বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খোলার প্রবণতা। চলতি বছরের ১ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন করে ৭৬ হাজার ৫৯৪টি বিও হিসাব খোলা হয়েছে। এর মধ্যে চলতি মাসের ২০ দিনে নতুন বিনিয়োগকারী বেড়েছে ৩০ হাজার ৪২৫ জন। এ সময়ে প্রতিদিন গড়ে নতুন বিও হিসাব বা বিনিয়োগকারী বেড়েছে দেড় হাজারেরও বেশি।

এর আগে চলতি অর্থবছরের প্রথম মাসে অর্থাৎ জুলাইয়ে দেড় লাখেরও বেশি বিনিয়োগকারী বিও হিসাব বন্ধ করে শেয়ারবাজার ছাড়েন। আর গত তিন অর্থবছরে শেয়ারবাজার ছাড়েন সোয়া ৪ লাখেরও বেশি বিনিয়োগকারী।দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারধারী পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, সরকার ও সংশ্লিষ্টদের সক্রিয়তায় শেয়ারবাজারে কাঙ্খিত ফলাফল আসতে শুরু করেছে। আগামী দিনগুলোয় শেয়ারবাজারে গতি আসবে- এমন ইঙ্গিতে আশা সঞ্চার হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। বিনিয়োগের জন্য সুসময় মনে করে শেয়ারবাজারে আসতে শুরু করেছেন নতুন বিনিয়োগকারীরা। তিনি আরও বলেন, চীনা জোটের কাছ থেকে পাওয়া অর্থের ৫০ থেকে ৬০ শতাংশ শিগগিরই শেয়ারবাজারে বিনিয়োগ করা হবে। এতে কিছুটা হলেও বাজার গতিশীল হবে।

এদিকে অর্থনীতিবিদ ও শেয়ারবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ বলেন, বিও হিসাব বৃদ্ধি মানেই বাজার ভালো হয়ে যাওয়া নয়। যে পরিমাণ বিও হিসাব বেড়েছে তার প্রায় ৯০ শতাংশই আইপিওতে ব্যবহারের জন্য। বাকি ১০ শতাংশ হয়তো নিয়মিত লেনদেনের জন্য ব্যবহার হবে। আবার দেখা যাবে কিছু দিন পরেই কমে যাবে। এটা চলমান প্রক্রিয়া।

তিনি আরও বলেন, চীনা জোটের কাছ থেকে প্রাপ্ত যে টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করা হবে তা খুবই সামান্য। এই অর্থ দিয়ে বাজারের খুব একটা উন্নতি হবে বলে মনে হয় না। শেয়ারবাজার চাঙা করতে হলে ভালো কোম্পানি আনার পাশাপাশি বিনিয়োগকারীদের পলিসি সাপোর্ট দেয়া দরকার বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এই অধ্যাপক।

সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশের (সিডিবিএল) হালনাগাদ তথ্যানুযায়ী, ২০ সেপ্টেম্বর পর্যন্ত শেয়ারবাজারে নতুন বিনিয়োগকারী দাঁড়িয়েছে ২৬ লাখ ৮৯ হাজার ৭২৮ জন। গত ৩১ জুলাই শেয়ারবাজারে মোট বিনিয়োগকারী ছিল ২৬ লাখ ১৩ হাজার ১৩৪ জন। অর্থাৎ জুলাইয়ের তুলনায় ২০ সেপ্টেম্বর পর্যন্ত শেয়ারবাজারে নতুন বিনিয়োগকারী বেড়েছে ৭৬ হাজার ৫৯৪ জন। এই ৫১ দিনের প্রতিদিন গড়ে নতুন বিনিয়োগকারী বেড়েছে প্রায় ১ হাজার ৫০২ জন। এদিকে শুধু চলতি মাসের ২০ দিনে ৩০ হাজার ৪২৫ জন নতুন বিনিয়োগকারী প্রবেশ করেছেন শেয়ারবাজারে।

তথ্যমতে, ১ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত পুরুষ বিনিয়োগকারী বেড়েছে ৫৪ হাজার ৮৪৪ জন এবং নারী বিনিয়োগকারী বেড়েছে ২১ হাজার ৫৫২ জন। এছাড়া ১৯৮টি বেড়েছে কোম্পানির বিও হিসাব। এদিকে আলোচ্য সময়ে নতুন করে স্থানীয় বা আবাসিক বিনিয়োগকারী বেড়েছে ৭৪ লাখ ৮২৮ জন এবং প্রবাসী বা অনাবাসিক বিনিয়োগকারী বেড়েছে ১ হাজার ৫৬৮ জন। এর মধ্যে একক বিনিয়োগকারী বেড়েছে ৪২ হাজার ৬৬ জন এবং যৌথ বিনিয়োগকারী বেড়েছে ৩৪ হাজার ৩৩০ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি