বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আইন আদালত » সিনহার দুর্নীতি বিষয়ে তথ্য প্রমাণ ছাড়া মামলা হবে না: দুদক চেয়ারম্যান


সিনহার দুর্নীতি বিষয়ে তথ্য প্রমাণ ছাড়া মামলা হবে না: দুদক চেয়ারম্যান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৯.২০১৮


ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার দুর্নীতির বিষয়ে তথ্য প্রমাণ ছাড়া কারো কথায় মামলা হবে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, এস কে সিনহার বিরুদ্ধে দালিলিক প্রমাণ পেলেই ব্যবস্থা নেয়া হবে। বেসিক ব্যাংকের দুই ব্যক্তিকে চার কোটি টাকা ঋণ দেওয়ার বিষয় নিয়ে অনুসন্ধার দুদকের চলছে।

এসকে সিনহা এই ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িত আছেন কিনা এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন,‘এটা অনেক বড় বিষয়। এ নিয়ে আমাদের বিব্রত না করাই ভালো।’

এই টাকা এসকে সিনহার অ্যাকাউন্টে গিয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘প্রমাণ ছাড়া আমরা কোনও মামলা করবো না। দালিলিক প্রমাণ পেলে আমারা ব্যবস্থা গ্রহণ করবো।

উল্লেখ্য, গতকাল বিকেলে নারায়ণগঞ্জের চাঁদমারী এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী সমিতির কার্যকরি কমিটির অভিষেক ও ডিজিটাল বার ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আইনমন্ত্রী সাবেক বিচারপতি এসকে সিনহাকে দুর্নীতিবাজ বলে অভিহিত করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি