বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সৌদিতে আবারও শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৯.২০১৮

সৌদি সংবাদ মাধ্যম সাবাক নিউজ জানায়, এবারের ধরপাকড়ে সৌদি করণের আইন অনুসরণ করা হচ্ছে। নারীদের কাপড়ের দোকান, ফার্নিচার সামগ্রী, অফিস আদালতের সামগ্রী ও অন্যান্য দোকানে নিয়োজিত বিদেশি শ্রমিকদের গ্রেফতার করা হচ্ছে। দেশকে সৌদি করার লক্ষে এ অভিযান চালানো হচ্ছে। এসব দোকানে বিদেশি শ্রমিক বসানো নিষিদ্ধ। এছাড়াও অবৈধি অভিবাসীদের বিরুদ্ধেও অভিযান শুরু হয়েছে।

এদিকে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে ৬৬৮ জন সৌদি নাগরিককে আটক ও জরিমানা করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন না মানার অভিযোগ আনা হয়। দেশটির শ্রম মন্ত্রণালয়, স্থানীয় পুলিশ ও অন্যান্য প্রতিষ্ঠানের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি