শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


সুইডেনে কুড়িজনের একজন ইন্টারনেট ব্যবহার করে না


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: সুইডেনের এক জরিপ বলছে, দেশটির ৯৮% বাড়িতে ইন্টারনেট থাকলেও ২০ জনের মধ্যে ১ জন কখনোই তা ব্যবহার করেন না। একই সঙ্গে সুইডেনে মোট ৫ লাখ মানুষ, যাদের বয়স ৭৬ বছরের উপরে যারা খুব কমই ্ইন্টারনেট ব্যবহার করে। এধরনের মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ১১ লাখে। সমীক্ষা বলছে, প্রতি ৪ জনের ১ জন মাত্র এক বছরেরও কম সময় ধরে ইন্টারনেট ব্যবহার করেছে।

এছাড়া সুইডেনে ‘খুবকম’ ইন্টারনেট ব্যবহারকারী মানুষও এখন পুরোদমে তা ব্যবহার ছেড়ে দিচ্ছে। দেশটির ইন্টারনেট ফাউন্ডেশন (আইআইএস) এই সমীক্ষার ফলাফল প্রকাশ করে। সুইডেনের এক ইন্টারনেট বিশেষজ্ঞ ম্যান্স জনসন বলেন, “নাগরিকদের ইন্টারনেট ব্যবহার বাড়ানো জরুরি। দশ বছর আগেও আমরা ইন্টারনেট ছাড়া নাগরিক সেবা প্রদান করতে পারতাম কিন্ত বর্তমানে ব্যাংকিং সেবা বা স্বাস্থ্যসেবার মতো খাতে ইন্টারনেটের ব্যবহার ক্রমেই বাড়ছে।”

তিনি আরো বলেন, ‘মানুষকে এই ব্যাপারে শিক্ষিত করে বা জোর করে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি করা যাবে না। আমরা মানুষের কাছে ইন্টারনেট ব্যবহার না করার অসুবিধাসমূহ তুলে ধরতে পারি যাতে প্রায় দশ শতাংশ মানুষ নতুন সেবা ও পরিকল্পনায় যুক্ত হয়।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি