শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে যারা থাকবেন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: কারাবরণের পর ২য় বারের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে আজ বেলা তিনটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হবে। তাকে চিকিৎসা করবেন বিএসএমএমইউর দুইজন ও উনার পছন্দের তিনজন চিকিৎসক।

বঙ্গবন্ধু মেডিকেলের কার্ডিওলজি বিভাগের হারিছুল হক ও ইন্টারনাল মেডিসিনের অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী ছাড়াও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা.মামুন থাকবেন বলে মেডিকেল সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তবে খালেদা জিয়ার পছন্দের তিনজন চিকিৎসকের মধ্যে আর দুইজনের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, আমাদের হাসপাতালে খালেদা জিয়ার পুরো চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন হাসপাতালের পরিচালক আবদুল্লাহ্ আল হারুন। আমি জানি আজ উনাকে আনা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি