বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষ করে ইরানের তেল কিনছে ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১০.২০১৮

 

ডেস্ক রিপোর্ট: আগামী নভেম্বরে ইরান থেকে ৯ মিলিয়ন ব্যারেল তেল কিনবে ভারত। ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে আসা এবং দেশটির ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইরান দু’দেশের সাথেই সমান সম্পর্ক চালিয়ে যাচ্ছে ভারত বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র।

রয়টার্স জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক দুই সূত্রের দেওয়া তথ্যানুযায়ী, ইন্ডিয়ান ওয়েল কর্প ৬ মিলিয়ন ব্যারেল তেল এবং ম্যাংগালোর রিফাইনারি এন্ড পেট্রোকেমিক্যালস ৩ মিলিয়ন ব্যারেল তেল নেবে। অন্যদিকে, চীনও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান থেকে তেল আমদানি বাড়ানোর পরিকল্পনা করছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে। দুই বৃহৎ অর্থনীতির দেশের এ ধরণের সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিতে নতুন করে প্রভাব রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রসঙ্গত, আগামী ৪ নভেম্বর থেকেই ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

এর আগে, গতমাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভারতকে তেল আমদানি শূণ্যের কোঠায় নামিয়ে আনার জন্য আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি সত্ত্বেও ১০ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করছে ভারত বলে জানা গেছে। তবে নভেম্বরে এটি কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান থেকে তেল আমদানি চালিয়েছিল ভারত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি