বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মার্কিন মধ্যবর্তী নির্বাচন; বিগত ৫০ বছরে বেকারত্ব নিম্নে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে দেশটির সিনেটের ক্ষমতা হ্রাস-বৃদ্ধি নিয়ে চলছে জোর তৎপরতা। নির্বাচনের একমাস আগেই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এক বড় বিজয় হল দেশটির অর্থনীতির বিস্ময়কর উন্নতি। বিগত ৫০ বছরে বেকারত্বেরহার এখন নিম্নে। এটি কি ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের ফসল না মার্কিনিদের পরিশ্রমের ফসল এ নিয়ে চলছে কড়া হিসেব-নিকেশ।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ১৯৬৯’র পর গত সেপ্টেম্বরেই প্রথম বেকারত্বেরহার নিম্নে পৌঁছেছে। তবে ট্রাম্প বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরুর পেছনেও একই কারণ উল্লেখ করেছিলেন। কর্মসংস্থান বৃদ্ধি, মার্কিন নাগরিকদের নিয়োগ এবং অভিবাসী শ্রমিক ও বিদেশী পণ্যের আগ্রাসন বন্ধ করাই তার বাণিজ্যযুদ্ধের মূল কারণ বলে ট্রাম্প দাবি করেছিলেন।

উল্লেখ্য, ২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকে ট্রাম্পের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি, নির্বাচনে প্রভাব বিস্তার ও কূটনৈতিক দ্বন্দ্বে জড়ানোর অনেক অভিযোগ উঠেছে। সম্প্রতি বাণিজ্যযুদ্ধ ও অবরোধ আরোপ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার পরিচিত নাম ট্রাম্প। এমনকি দেশটির বিগত ৭০ বছরের ইতিহাসে তিনিই অজনপ্রিয় প্রেসিডেন্ট বলে জরিপে দেখা গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি