বৃহস্পতিবার,১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মিত্ররা চাইলে আমি প্রধানমন্ত্রী হবো: রাহুল গান্ধী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: ভারতের বিরোধীদলীয় সভাপতি রাহুল গান্ধী বলেন, মিত্ররা চাইলেই তিনি প্রধানমন্ত্রী হবেন তবে, এজন্য সকল বিরোধীদলগুলোর একত্রিত হয়ে বিজেপিকে আসন্ন নির্বাচনে পরাজিত করতে হবে। এইচটি লিডারশীপ সম্মেলনে এ কথা বলেন তিনি।

গান্ধী বলেন, সবার প্রথমে বিজেপিকে পরাজিত করার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এরপর প্রধানমন্ত্রী হিসেবে কে দায়িত্ব নেবেন তা দ্বিতীয় ধাপে নির্ধারিত হবে। এ বৈঠকের পরই মন্দিরে যাওয়ার বিষয়টিও জানান তিনি।

নেতৃত্ব সম্পর্কে রাহুল গান্ধী বলেন, নেতৃক্বে পরিবর্তন আসবেই। তবে নেতৃত্বের চেয়ে বেশি জরুরি বিষয় সাধারণ মানুষের কাছে যেতে পারা। তাদের দাবিগুলো সম্পর্কে সচেতন থাকা। এসময় তিনি তার মায়ের কথাও উল্লেখ করেন, তিনি বলেন সাবেক কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর মত তিনিও জনসাধারণের কথা শুনতে পছন্দ করেন।

এ বৈঠকের পরই মন্দিরে যাওয়ার ঘোষণা সংবাদ মাধ্যমগুলোকে বেশ সাড়া ফেলেছে। সে প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, আমি প্রায়ই মন্দিরে যাই। বিজেপির ধারণা মন্দিরে যাওয়ার অধিকার শুধু তাদেরই তবে এটি ঠিক নয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি