শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


১১ অক্টোবর অবস্থান কর্মসূচির ঘোষণা সাংবাদিকদের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১০.২০১৮

 

ডেস্ক রিপোর্ট: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আগামী ১১ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে, একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী।

শনিবার দুপুরে (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী ডিজিটাল আইন বাতিলের দাবিতে’ বিক্ষোভ সমাবেশে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, আইনটিতে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন এবং সেটা দ্রুত কার্যকর হবে। আইনটি পাশের ব্যাপারে তিনি বলেন, কয়েকজন ব্যক্তির জেদের কারণে এই কালো আইন পাশ হয়েছে। তাই একমাত্র আন্দোনের মাধ্যমেই এটা বাতিল করতে হবে।

রুহুল আমীন গাজী বলেন, ডিজিটাল আইনের বিরুদ্ধে শুধু বাংলাদেশই নয়, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এই আইনের বিরুদ্ধে কথা বলেছেন। এটি মানুষের মৌলিক অধিকার, কথা বলার অধিকার থেকে বঞ্চিত করার আইন। তাই সমগ্র সাংবাদিক নেতাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি কাদের গণি চৌধুরী এই আইনের সমালোচনা করে বলেন, সরকার আইনটির মাধ্যমে সাংবাদিকদের মুখবন্ধ করে দিয়েছেন। আইনটি পাশের ফলে সাংবাদিকদের সত্যপ্রকাশে হাত বাঁধা হয়ে থাকবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব এম আবদুল্লাহ্, সহ-সভাপতি নুরুল আমিন রোকন, মোদাব্বর হোসেন, ডিইউজের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াছ খান, জনকল্যাণ সম্পাদক খন্দকার আলমগীর হোসেন প্রমুখ



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি