শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


কোপা আমেরিকায় ‘মেসিকে ফিরতেই হবে’- ইকার্দি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১০.২০১৮


ডেস্ক রিপোর্ট:আর্জেন্টিনার জার্সিতে মাউরো ইকার্দির তেমন সুযোগ না পাওয়ার পেছনে অনেকে লিওনেল মেসির প্রভাব দেখেন। এবার সেই ইকার্দিই বললেন, আর্জেন্টিনার জার্সিতে মেসিকে ফিরতেই হবে

আর্জেন্টিনা দলে লিওনেল মেসিকে দেখতে চাইবেন না, এমন মানুষ খুব কমই আছে। রাশিয়া বিশ্বকাপের পর থেকেই জাতীয় দল থেকে অঘোষিত বিরতিতে থাকা মেসিকে দলে ফিরতে অনুরোধ করবেন অনেকে, সেটি স্বাভাবিকই। কিন্তু সর্বশেষ অনুরোধ যিনি করেছেন, তাঁর নামের কারণেই বিষয়টি আসছে আলোচনায়। অনুরোধ যে করেছেন মাউরো ইকার্দি।

কেন, সেটি আর্জেন্টিনা জাতীয় দল নিয়ে একটু খোঁজখবর রাখলেই অজানা থাকার কথা নয়। আর্জেন্টিনার জার্সিতে ইকার্দির তেমন সুযোগ না পাওয়ার পেছনে যে অনেকে মেসির প্রভাব দেখেন। সেই ২০১৩ সালে সাম্পদোরিয়া থেকে ইন্টার মিলানে যাওয়ার পর এবার নিয়ে ছয় মৌসুমে ১০১ গোল হয়ে গেছে ইকার্দির। সময়ের অন্যতম সেরা স্ট্রাইকারদের তালিকায়ও ২৫ বছর বয়সী স্ট্রাইকারের নাম থাকবে। কিন্তু সেই ইকার্দিই আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন মাত্র পাঁচটি ম্যাচ! সেটির পেছনে কোচের কৌশল, হিগুয়েইন-আগুয়েরোদের উপস্থিতিৃঅনেক কারণ থাকতে পারে। আকাশি-সাদা জার্সিটিতে ইকার্দির ব্যর্থতাও হতে পারে কারণ, এখন পর্যন্ত যে গোল পাননি। কিন্তু ফুটবলীয় কারণ এক পাশে রেখে নিন্দুকদের ইঙ্গিত মেসির দিকেই।

যেটিতে জড়িয়ে ইকার্দির ব্যক্তিগত জীবন। আরেক আর্জেন্টাইন স্ট্রাইকার ম্যাক্সি লোপেজের স্ত্রী ওয়ান্দা নারার সঙ্গে ২০১৩ সাল থেকেই সম্পর্কে জড়িয়েছেন ইকার্দি। এই লোপেজ আবার মেসির বন্ধু। বন্ধুর সঙ্গে ‘প্রতারণা’র শাস্তি দিতেই নিজের প্রভাব খাটিয়ে ইকার্দিকে জাতীয় দলে আসতে দেন না মেসি, সমালোচনাটা এমন। যদিও গত বিশ্বকাপের বাছাইপর্বেই মেসির সঙ্গে তিনটি ম্যাচ খেলেছেন ইকার্দি।

তা যা-ই হোক, বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনার সঙ্গে কথিত আড়ি দেওয়া মেসিকে ফেরার অনুরোধ করছেন ইকার্দি। আর্জেন্টিনার অর্ন্তর্বতীকালীন কোচ লিওনেল স্কালোনি এই মাসে ইরান ও ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটির দলে ডেকেছেন ইকার্দিকে। তা বুধবার চ্যাম্পিয়নস লিগে পিএসভির বিপক্ষে ম্যাচের পর ইএসপিএনের সঙ্গে কথা বলার সময়ই ইকার্দির দিকে প্রশ্ন ছুটে গেল জাতীয় দল ও মেসির অনুপস্থিতি নিয়ে। তাতে ইন্টার মিলান স্ট্রাইকারের উত্তর, ‘মেসিকে (জাতীয় দলে) ফিরতেই হবে। আগামী বছর আমরা কোপা আমেরিকা খেলব, (সেটি সামনে রেখে) ওকে অবশ্যই ফিরতে হবে।’

ইকার্দি প্রতিশ্রুতি দিয়েছেন আর্জেন্টিনার জার্সিতে সবটুকু ঢেলে দেওয়ারও, ‘ক্লাবে যেমন করি, আর্জেন্টিনা জাতীয় দলেও কোচ যেভাবে চাইবেন, সেভাবে খেলার চেষ্টা করব। চেষ্টা করব দেশের জন্য নিজের সেরাটা দিতে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি