বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আ.লীগে কোন্দল বাড়ছে, নষ্ট হচ্ছে দলের ভাবমূর্তি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১০.২০১৮

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষকদের লাঞ্ছনার ঘটনায় জড়িত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদারসহ ৫ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার রাতে ঢাকার রিজেন্ট বোর্ডে এক সভায় সর্বসম্মতিক্রমে তাদেরকে বহিষ্কার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ নেতাসহ ২০ জন আহত হয়েছেন। রোববার বেলা ১১টায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল হোসেন ও আবু বকর আহত হয়েছেন।

কুমিল্লার চৌদ্দগ্রামে মো. শাকিল (২২) নামে এক ছাত্রলীগ কর্মীকে অপহরণের পর পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে চৌদ্দগ্রামের মদিনা বাসস্ট্যান্ড থেকে তাকে অপহরণ করে ৮/১০ জনের একটি গ্রæপ। পরে ফেনীর শর্শদী দীঘির পাড় থেকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি। নোয়াখালীর চৌমুহনীতে দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রæপের মধ্যকার সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। রোববার রাতে এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রæপের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতদের মধ্যে ৬ জন গুলিবিদ্ধ। প্রেসিডেন্টের সংবর্ধনা অনুষ্ঠানে মোটরবহর নিয়ে যাওয়ার পথে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আচমিতা নামক স্থানে এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন গ্রুপ এবং আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ড. জায়েদ মোহাম্মদ হাবিবুল্লাহ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

সম্মান প্রথম বর্ষে ভর্তি ইচ্ছুক ছাত্রীকে যৌন হয়রানি করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগের দুই কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া ছাত্রলীগের দুই কর্মী হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র জয়নুল আবেদীন ও মোবারক। সোমবার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোস্তফা কামাল বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

ফরিদপুরে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী গ্রামে কৃষক লীগের দুই গ্রæপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। ৫ অক্টোবর সকালে এ ঘটনা ঘটে। মাদারীপুরের কালকিনিতে দু’পক্ষের সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণে খবির মৃধা নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। উভয়পক্ষই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

৩ অক্টোবর নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল করিমপুরে আওয়ামী লীগের দু’পক্ষের টেঁটাযুদ্ধে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন-আনোয়ার আলী (৪৫) ও মোতালিব মিয়া (৪০)। ৪ অক্টোবর চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কলেজ ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় পুলিশের এক সদস্যসহ ৫ জন আহত হয়েছেন।

১ অক্টোবর বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন, দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী শিকদার (৫৩) ও শুকুর আলী শেখ(৪৫)। ২ অক্টোবর ইভটিজিংকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী ও মীর মোশাররফ হোসেন হলের ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের ঘটনায় উভয় হলের ছাত্রলীগ নেতাকর্মীসহ অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘ছাত্রলীগের নানাবিধ কর্মকাÐে আমি বিব্রত হচ্ছি। ছাত্রলীগ যেভাবে কর্মকান্ড চালাচ্ছে তা নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এটা স্বীকার করতে আমার কোনো কুণ্ঠা বোধ নেই।’ সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি