বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ভাগাভাগিতে ব্যস্ত না হয়ে কর্মসূচিতে মনযোগী হোন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: বিএনপি-যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়া যুগপৎ আন্দোলনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্ণেল (অব.) অলি আহমেদ। তিনি বলেন, এখন তাদেরকে ভাগাভাগিতে ব্যস্ত না হয়ে ঐক্যবদ্ধ কর্মসূচিতে মনোযোগী হতে হবে।

সোমবার বিএনপির সঙ্গে যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার ঐক্যমত্যের প্রতিক্রিয়ায় এই প্রতিবেদককে তিনি এসব কথা বলেন।

অলি বলেন, যুগপৎ আন্দোলনের বিষয়টি পুরো ইতিবাচক। আমি সব সময় ইতিবাচক ছিলাম। শুধু বিএনপির দুর্বলতার জায়গাগুলোতে দৃষ্টি আকর্ষণ করেছি। বিএনপি যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ৫দফা দাবিতে ঐক্যমত্য হয়েছে- আমি চাই তাদের কর্মসূচি সফল হোক। তবে এখন শুনছি তারা নাকি আসন ভাগাভাগিতে ব্যস্ত। এটাতেই সময় ব্যয় করলে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে না।

বিএনপির শরিক জোটের এই নেতা বলেন, বৃহত্তর জাতীয় ঐক্য প্রক্রিয়ার হাতে সময় খুব কম। দ্রুত সমন্বয় না করলে ফলপ্রসূ কিছু আসবে না। আমরা মূলত বিএনপির সঙ্গে জোট করেছি। আর ঐক্য হচ্ছে বিএনপির সঙ্গে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি