শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


ওয়ানডে দলে ফিরলেন উমেশ যাদব


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১০.২০১৮


ডেস্ক রিপোর্ট:ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ভারতীয় মিডিয়াম পেসার শার্দুল ঠাকুর। তার স্থানে দলে ডাক পেয়েছেন ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট জয়ের নায়ক উমেশ যাদব।

কুঁচকির ইনজুরির কারণে হায়দ্রাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন মাত্র ১০ ওভার বল করেছিলন ঠাকুর। পরবর্তীতে তিনি আর বোলিংয়ে ফিরতে পারেননি। তবে ১১ নম্বরে ব্যাট করতে নেমে ১২ বল মোকাবেলা করেছেন।

একটি মাত্র টেস্ট খেলা ঠাকুর ক্যারিয়ারে এ পর্যন্ত পাঁচটি ওয়ানডে ও সাতটি টি-২০ ম্যাচ খেলেছেন। তবে সংক্ষিপ্ত এই আন্তর্জাতিক ক্যারিয়ারে বেশ কয়েকবার ইনজুরিতে পড়েন। কোমরের ডান দিক ও কুঁচকির ইনজুরির কারণে তিনি এশিয়া কাপে শুধুমাত্র হংকংয়ের বিপক্ষে একটি ম্যাচ খেলেছিলেন। এর আগে ইংল্যান্ড সফরে তিনি শেষ ওয়ানডে ম্যাচে অংশ নেন। ওই সফরে পুরো টেস্ট সিরিজেই তিনি বেঞ্চে ছিলেন।

এদিকে ভারতের ওয়ানডে দলে উমেশ সাম্প্রতিক সময়ে খুব একটা ধারাবাহিক ছিলেন না। ইংল্যান্ডের বিপক্ষেও তিনি মাত্র দুটি ওয়ানডে খেলেছেন। এরপর এশিয়া কাপের দল থেকে বাদ পড়েন। এই সময়ে অবশ্য বিদর্ভের হয়ে তিনটি ওয়ানডে খেলে মাত্র ২ উইকেট সংগ্রহ করেছেন।

ঠাকুরের পরিবর্তে ওয়ানডে সিরিজে ভারতের বোলিং আক্রমণে এখন সবচেয়ে সেরা পছন্দই উমেশ যাদব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ক্যারিয়ার সেরা ১৩৩ রানে ১০ উইকেট দখল করা উমেশের উপর অধিনায়ক বিরাট কোহলিও বেশ আস্থা রাখতে চাইছেন। বিশেষ করে বছরের শেষে অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে ইতোমধ্যেই কোহলির আত্মবিশ্বাস কেড়ে নিয়েছেন তিনি।

ক্যারিবীয়দের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আগামী রবিবার থেকে গৌহাটিতে শুরু হবে।

প্রথম দুই ওয়ানডেতে ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিম শর্মা, শিখর ধাওয়ান, লুকেশ রাউল, আম্বাতি রাইডু, মনিশ পান্ডে, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রিশভ পান্ত, রবীন্দ্র জাদেজা, যুজভেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সামি, খলিল আহমেদ ও উমেশ যাদব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি