শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


পোস্টারিং প্রচারণা কতটা টানে ভোটারদের?


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: দলীয় মনোনয়ন এখনো নিশ্চিত নয়, তবে ভোটারদের কাছে পৌঁছাতে ইতিমধ্যে পোস্টারে ছেয়ে গেছে নগরী। তবে ভাবতে হবে পোস্টারিং করে প্রচারণার এই পুরানো স্টাইল কতটা টানতে পারে ভোটারদের? সূত্র : এটিএন নিউজ

রানিং এমপিদের পাশাপাশি মনোনয়ন প্রত্যাশীদের নানা রকম ব্যানার শহর জুড়ে। দেয়াল, বিদ্যুতের খুঁটি কিংবা ফুটওভার ব্রিজ সব জায়গায় একই চিত্র।

তফসিল হয়নি, চূড়ান্ত হয়নি মনোনয়ন, কিন্তু ভোটারদের কাছে যেতে মনোনয়ন প্রত্যাশীদের চেষ্টার কমতি নেই।

সরকারি দলের মতো সরাসরি নির্বাচনমুখী প্রচারণা না থাকলেও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা মাঠে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। যার ৯০ শতাংশই নয়াপল্টনের কার্যালয় ঘিরে। ভোটাদের চাইতে দলীয় প্রধানকে মুক্ত করাই সেখানে মুখ্য।

সংসদের বিরোধী দলও পিছিয়ে নেই এমন পোস্টারিংয়ে। তবে যে ভোটারদের জন্য এতো খরচে প্রচারণা, তাদের কি টানে এমন পোস্টার ব্যানার?

সাধারণ মানুষ বলেন, পরিচিত হতে চাইলে পোস্টার দিয়ে কতোজন মানুষকে অবগত করা যাবে? কিন্তু শিক্ষা, খাদ্য, অন্য, বস্ত্র, বাসস্থান সেগুলোর ক্ষেত্রে যদি কোনো উন্নয়ন করে, তাহলে মানুষ বুঝতে পারবে সে জনগণের জন্য কিছু করতে চায়। পোস্টার টাঙানোর পরে পরবর্তিতে এটা কী প্রভাব ফেলবে সেটার খোঁজ কেউ রাখে না। পোস্টারিং একপ্রকার মার্কেটিংয়ের মতো, কিন্তু সব মার্কেটিং খাটে না। সম্পাদনা : সালেহ বিপ্লব



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি