বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ফেনী-৩ আসনে আ.লীগের প্রার্থী হতে চান শমী কায়সার’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: শমী কায়সার, বাংলাদেশের খ্যাতিমান অভিনেত্রী, প্রযোজক ও নির্মাতা। নিহত বুদ্ধিজীবী শহীদ শহিদুল্লাহ কায়সার ও লেখক, সাবেক সংসদ সদস্য পান্না কায়সার এর মেয়ে। নব্বই দশক থেকে ২০০৩ সাল পর্যন্ত অভিনয়ের মধ্যেই ছিলেন। ২০০১ সালের পর থেকে ২০০৭-০৮ পর্যন্ত দেশে মিডিয়ায় অস্থির ও প্রতিকূল অবস্থা বিরাজ করেছিল। একারণে অভিনয় থেকে সড়ে দাঁড়িয়েছেন গুণী এই অভিনেত্রী।

বর্তমানে শমী কায়সার ব্যবসায়িক সংগঠন এফবিসিআইর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যবসা সংগঠনের পাশাপাশি তিনি আওয়ামী লীগের পক্ষে ফেনী-৩ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে চান। নির্বাচনের প্রচারের জন্য সম্প্রতি ফেনীর সোনাগাজীর নবাবপুরে গ্রাম থেকে ঘুরে এসেছেন তিনি।

এ প্রসঙ্গে শমী কায়সার বলেন, ‘আমার মা ছিলেন সাবেক সংসদ সদস্য বাবা ছিলেন বুদ্ধিজীবী তারা দেশকে যে ভাবে ভালোবাসা দিয়েছেন আমি হয়ত তা দিতে পারব না। তবে সামান্য কিছু উপলদ্ধি করে নির্বাচনের মাধ্যমে জণগণের পাশে দাঁড়াতে চাই। এসব বিষয় চিন্তা করে নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন চেয়েছি।’

মনোনয়ন এর বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ‘আওয়ামী লীগের হয়ে আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাই, যদি নেত্রী আমাকে যোগ্য মনে করেন। নেত্রী যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে অবশ্যই আমাকে নির্বাচন করার টিকিট হাতে দিবেন। যদিও মনোনয়নের বিষয়ে গ্রিণ সিগনাল দিয়েছেন তারপরও দলের সার্থে অনেক কিছুই করতে হয়।’

জীবনের শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আওয়ামী লীগের রাজনীতি করতে চান শমী কায়সার। মোটকথা, আওয়ামী লীগের বিজয় জন্য তিনি কাজ করে যাবেন। বাংলাদেশের সার্বিক উন্নয়নের আওয়ামী লীগের আরও অনেক সময় ক্ষমতায় থাকা প্রয়োজন বলে মনে করেন এ অভিনেত্রী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি