শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


চীনে রোবটেরাই তৈরি করবে রোবট


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: সুইজারল্যান্ডের বিখ্যাত প্রযুক্তি কো¤পানি এবিবি টেকনোলজি’র নতুন চীনা কারখানায় রোবট কর্মীরাই নতুন রোবট নির্মাণ করবে। গতকাল শনিবার এবিবি টেকনোলজি জানায়, তারা চীনের সাংহাই নগরে ১৫ কোটি ডলার ব্যয়ে নতুন এই কারখানা স্থাপন করবে। চীনের সর্ববৃহৎ রোবট উৎপাদক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের স্থান ধরে রাখতেই তারা নতুন কারখানাটি প্রতিষ্ঠার ঘোষণা দেয়। সূত্র : রয়টার্স

সাংহাই নগরে এবিবি স্থাপিত প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যা¤পাসের পাশেই নতুন এই কারখানা স্থাপন করা হবে। কারখানাটি ২০২০ সালের মধ্যে কাজ শুরু করার আশা করছে সুইস রোবট নির্মাতা প্রতিষ্ঠানটি। তারা জানিয়েছে, এই কারখানা থেকে উৎপাদিত রোবট চীনের স্থানীয় বাজারের পাশাপাশি এশিয়ার অন্যান্য দেশেও রপ্তানি করা হবে। রোবট উৎপাদন ও বিক্রির দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই চীন এবিবি’র দ্বিতীয় বৃহত্তম বাজার। এই বিষয়ে কো¤পানির শীর্ষ নির্বাহী কর্মকর্তা উলরিখ ¯েপইসহফার বলেন, উন্নত প্রযুক্তির ব্যবসায় সাংহাই নগরী বিশ্ব মানচিত্রে স্থান করে নিয়েছে, যা এবিবি’র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মানবিক শ্রমের পেছনে যে অর্থ ব্যয় করতে হয় তা থেকে অনেক বেশি অর্থ সাশ্রয় করতে পারবে এবিবি’র চীনা কারখানা।

চীনা শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে দেশটির প্রযুক্তিখাতে শীর্ষ বিনিয়োগকারীরা রোবট কর্মী ব্যবহারের দিকে ঝুঁকছেন। তবে চীন বর্তমানে বিশ্বে রোবটের অন্যতম বড় ক্রেতাবাজার হিসেবে স্থান করে নিয়েছে। ২০১৭ সালে বিশ্বে উৎপাদিত ১ তৃতীয়াংশ রোবট চীনের বাজারে বিক্রি করা হয়েছে, যার পরিমাণ ১ লাখ ৩৮ হাজার ইউনিট। সম্পাদনা : নুসরাত শরমীন



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি