বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


শ্রমিকদের বিমা ও নিরাপত্তা দিতে সহযোগিতা ফান্ড চালু করল কাতার


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: প্রবাসী শ্রমিকদের উন্নয়নে আরেক ধাপ এগিয়ে গেল কাতার। জাতিসংঘের মানবাধিকার সংস্থা কাতারের এ কর্মকে অন্যান্য দেশের জন্য মডেল বলে আখ্যায়িত করেছে। শ্রমিকদের অধিকার , শান্তিপূর্ণ পরিবেশ, স্বাস্থ্যসম্মত কর্মক্ষেত্র , ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন একটি সরকারি ফান্ড গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি।

এ ফান্ডের অনেকগুলো লক্ষ্য আছে। এর অন্যতম হলো শ্রমিকদের বিমা ও সহযোগিতার জন্য প্রয়োজনীয় স্থায়ী ঋণ প্রদান করা। শ্রমিকদের বেতন বৈষম্য দূর করতে অর্থপ্রদান এবং শ্রমিক বিবাদ দমন কমিটি গঠন করা।

২০২২ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে কাতারে। এ লক্ষ্যে শ্রমিকদের মানোন্ননে গুরুত্ব দিচ্ছে দেশটি। বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে দেশটির অর্থনীতি আরও চাঙ্গা হবে বলে ধারণা করা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি