শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


জেএসসি ও জেডিসি পরীক্ষাকে ঘিরে তৎপর প্রশ্নফাঁস চক্র


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট: আজ (১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা-২০১৮। প্রতিবারের মতো এবারও পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে অনলাইনে সক্রিয় হয়েছে একাধিক চক্র। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপে এসব গ্রুপ থেকে অল্প টাকায় জেএসসি ও জেডিসির প্রশ্ন দেওয়ার কথা বলে প্রলুব্ধের চেষ্টা করা হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। যদিও শিক্ষা মন্ত্রণালয় বলছে, প্রশ্নপত্র ফাঁসের কোনও সুযোগ নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ঘেঁটে দেখা গেছে, ‘চংপ/ঔংপ/ঝংপ/ঐংপ ছঁবংঃরড়হ ঙঁঃ অহফ জবংঁষঃ ঈযধহমব’ নামের একটি ফেসবুক গ্রুপে প্রতি মুহুর্তে বিভিন্ন ফেসবুক আইডি থেকে প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন পোস্ট করা হচ্ছে। নীলা সরকার নামের একটি ফেসবুক আইডি থেকে বলা হয়েছে, ‘কষ্ট করে পরীক্ষা দেওয়ার দিন শেষ। এটা ডিজিটাল বাংলাদেশ। আমার বড় ভাই বোর্ডে জব করে। প্রতি প্রশ্নের মূল্য ১০০ টাকা। আগে কোনও টাকা নিবো না। ১০০% কমনের পর টাকা নিবো।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি