শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


৯৬ বছরের বৃদ্ধা পরীক্ষায় প্রথম হয়ে ইতিহাস গড়লেন!


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট: ‘কেরল সাক্ষরতা মিশন’ কর্তৃপক্ষের পরীক্ষায় ৯৮ শতাংশ নম্বর পেয়ে ইতিহাস গড়লেন কারতিয়ানিয়াম্মা কৃষ্ণপিল্লাই নামের ৯৬ বছরের এক বৃদ্ধা। শুধু পাশ করাই নয়, তিনিই হলেন সবার মধ্যে প্রথম।

ভারতের কেরালা স্টেইট এর বাসিন্দা কারতিয়ানিয়াম্মা কৃষ্ণপিল্লাই আলাপ্পুঝা জেলার মাত্তম গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কোনদিন স্কুলে যাননি। বাড়ির আশপাশের মন্দিরগুলিতে সাফাইকর্মী হিসেবে কাজ করতেন। সাক্ষরতা মিশনের ‘অক্ষরালক্ষম’ প্রকল্পের মাধ্যমে পড়াশোনা শুরু করেন। ঐ প্রকল্পেরই চতুর্থ শ্রেণির সমতুল্য পরীক্ষায় প্রথম হলেন কারতিয়ানিয়াম্মা।

কারতিয়ানিয়াম্মা বলেন,‘‘আমি ভাল নম্বর পেয়ে খুশি। আমি এখন জানি কীভাবে লিখতে, পড়তে ও অঙ্ক কষতে হয়। আমাদের সময়ে মহিলারা স্কুলে যেত না। যখন ২০১৬ সালে আমার ছোট মেয়ে আম্মিনিয়াম্মা দশম শ্রেণির পরীক্ষায় পাশ করে, তখনই আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিই’’। তাঁর দুই নাতনি, ১২ বছরের অপর্ণা ও ৯ বছরের অঞ্জনা তাঁকে পড়াশোনায় সাহায্য করেছে বলে জানান তিনি।

“সাক্ষরতা মিশন কর্তৃপক্ষের অধিকর্তা পিএস শ্রীলতা বলেন, ‘‘নব্য-সাক্ষরদের মধ্যে তিনিই প্রথম হয়েছেন। আমরা তাঁর সাফল্যে গর্বিত। উনি স্বেচ্ছায় পড়াশোনা শুরু করেছিলেন।’’ ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন ‘অক্ষরলক্ষম’ প্রকল্প শুরু হয়। ১০০ শতাংশ সাক্ষরতার লক্ষ্যমাত্রা পূরণ করতেই এই প্রকল্পের পরিকল্পনা। প্রথম পর্যায়ে ৪৭ হাজারের বেশি শিক্ষার্থী ক্লাস শুরু করে। ২,০৮৬টি শিক্ষাকেন্দ্র থেকে তাদের পড়ানো হয়। ৪৩,৩৩০ জন ছাত্র-ছাত্রী চতুর্থ, সপ্তম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির সমতূল্য পরীক্ষা দেয়। ৪২,৯৩৩ জন পাশ করেছেন।

ভারতীয় বৃদ্ধার এহেন কীর্তিতে উচ্ছ্বসিত তাঁর পরিবার। পুরস্কৃত করবেন মুখ্যমন্ত্রী। সূত্র: এবেলা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি