শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


এনার্জি ড্রিংকস কতটা শক্তিদায়ক নাকি ক্ষতিকর ?


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট :

আমাদের দেশে উৎপাদিত ও বাজারজাত করা এনার্জি ড্রিংকস শরীরের জন্য আসলেই শক্তিদায়ক না শক্তিহরণকারি? দীর্ঘদিনের এ প্রশ্নের উত্তরের জন্য নমুনা পাঠানো হয়েছে ভারতের চেন্নাই এ।

সেখানকার গবেষণাগারে পরীক্ষা হচ্ছে বাংলাদেশের বাজারের এনার্জি ড্রিংকস। চলতি সপ্তাহে আসার কথা থাকলেও দেওয়ালীর কারণে রিপোর্ট হাতে পেতে আরও কয়েকদিন লেগে যাবে। দেওয়ালীর ছুটি শেষে গবেষণাগার খুললে আগামী সপ্তাহ নাগাদ পাওয়া যাবে রিপোর্ট।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পুষ্টি ইউনিটের পরিচালক ড. মো. মনিরুল ইসলাম জানান, আমাদের দেশের বাজারে যেসব এনার্জি ড্রিংকস পাওয়া যায় সে সম্পর্কে নানাজনের নানা কথা আছে। কেউ একে ভাল এবং কেউ খারাপ বলেন।

আসলে এখানে পাওয়া এনার্জি ড্রিংকস শরীরের জন্য কতটা নিরাপদ বা ক্ষতিকর তা জানার জন্য বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পুষ্টি ইউনিটের পক্ষ থেকে গবেষণা পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবহিকতায় বাজার থেকে বিভিন্ন কোম্পানীর বিভিন্ন ব্র্যান্ডের নমুনা সংগ্রহ করে ভারতের চেন্নাই এর ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে রিপোর্ট হাতে এলেই জানা যাবে এনার্জি ড্রিংকস এর নামে আমরা আসলে কি পান করছি?



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি