মঙ্গলবার,২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ইরানে বিউটি পার্লারে সার্জারি করলে ২ মাস জেল ও ৭৪ বার বেত্রাঘাত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট : বিউটি পার্লারে গিয়ে শ্রী বর্ধন করাকে অসৎ চরিত্র বলে মনে করে ইরান। এজন্য কেউ পার্লারে গিয়ে শ্রী র্বধন করলেই তাকে জেল ও বেত্রাঘাতের সম্মুখীন হতে হবে।

দেশটির পার্লামেন্টের আইন বিষয়ক কমিটির মুখপাত্র হাসান নুরুজি জানান, অচিরেই কর্তৃপক্ষ বিউটি পার্লারে সৌন্দর্য বর্ধন করলে তাকে সর্বনিম্ন ১০ দিন এবং সর্বোচ্চ ২ মাস জেল এবং ৭৪ বার বেত্রাঘাত করার শাস্তি বাস্তবায়ন করবে।

ঘাসান নুরুজি জানান, অনেকে লিঙ্গ পরিবর্তন করে , এরজন্য সরকারি ছাড়পত্র জরুরি তবে অনেকে পশুর মতো শরীরে পরিবর্তন করে যা বিড়ালের চক্ষু , গাধার কানের নামে প্রসিদ্ধ , এটি সতিত্বের পরিপন্থি (তার ভাষ্য মতে)

ইরানি পার্লামেন্টের বার্তা সংস্থা ইকানা জানিয়েছে, সংবিধানের ৬২৮ ধারা ‘শিষ্টাচার বিরোধী কার্যকলাপ’ অনুযায়ী পার্লার বিশেষজ্ঞ এবং যারা অপারেশন করে তাদের ওপরও এ দ- প্রযোজ্য হবে।

প্রসঙ্গত, ইরানে সৌন্দর্য বর্ধনের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বিশেষত তরুণ-তরুণীর মধ্যে। খরচ কম হওয়ায় মধ্যবিত্ত পরিবারের মধ্যে এটি সামাজিক প্রবণতায় রুপান্তরিত হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি