শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আন্তর্জাতিক » দাবানল থেকে ৪৭ মিলিয়ন ডলারের বাড়ি বাঁচাতে বেসরকারি দমকল কর্মী নিয়োগ দিলেন কিম কার্দাশিয়ান


দাবানল থেকে ৪৭ মিলিয়ন ডলারের বাড়ি বাঁচাতে বেসরকারি দমকল কর্মী নিয়োগ দিলেন কিম কার্দাশিয়ান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট : ক্যালিফোর্নিয়ার ভয়ঙ্কর দাবানল থেকে ঘর বাড়ি ছেড়ে জান নিয়ে সরে গেছেন আড়াই লাখ মানুষ। হলিউড তারকা মডেল কিম কার্দাশিয়ানের ৪৭ মিলিয়ন ডলারের বিলাসবহুল বাড়ি বাঁচাতে তিনি ভাড়া করেছেন বেসরকারি দমকল বাহিনীর সদস্যদের। সেলিব্রেটি গেয়ার্ড বাটলার, সঙ্গীত শিল্পী লেডি গাগা, উইল স্মিথ ও রোবিন থিককে’র বাড়ি দাবানলে পুড়ে ছাই। তিন সন্তান নিয়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন কিম ও তার স্বামী ক্যানি। শুধু নিজেদের বাড়ি নয়, প্রতিবেশিদের বাড়ি দাবানল থেকে বাঁচাতে চেষ্টা করবে বেসরকারি দমকল বাহিনীর কর্মিীরা। দি সান

গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ দাবানল ইতিমধ্যে গিলে খেয়েছে ১৩০ বর্গকিলোমিটারের মধ্যে যা ছিল সবকিছু। মৃতের সংখ্যা ৪৪ নিশ্চিত করা হলেও বেসরকারি হিসেবে নিখোঁজ রয়েছে ২’শ। আগুনের কারণে নিহতদের লাশ উদ্ধার করা সম্ভব হচ্ছে না বলে তাদের কঙ্কাল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই বলে ধারণা করা হচ্ছে। ভয়ঙ্কর এ দাবানলকে অনেকে বলছেন, ‘ডেভিলস উইন্ডস’ বা শয়তানের বাতাস। সেলিব্রেটি সিমন কোয়েলের বাড়িটিও পুড়ে ছাই হয়ে গেছে। বাতাসের গতি পরিবর্তন না হওয়া পর্যন্ত এ দাবানলের বহ্নিশিখা থামার কোনো লক্ষণ নেই। প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল উডল্যান্ড হিলসের যে বাড়িতে তার শৈশবে বড় হয়েছিলেন তা বন্ধ করে সেখান থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি