শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


আমাদের প্রধানমন্ত্রী কে হবে, তার চিন্তা না করলেও চলবে : মান্না


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট : জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন- তার চিন্তা সরকারি দলের না করলেও চলবে। আগে নির্বাচন হোক, জনগণ ভোট দিক। জনগণ আমাদের নির্বাচিত করলে যিনি যোগ্য তাকেই আমরা প্রধানমন্ত্রী করব। এটা পরে দেখা হবে। এটা নিয়ে তাদের চিন্তা না করলেও চলবে।

‘জাতীয় ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবেন? ড. কামাল হোসেন, নাকি তারেক রহমান? বৃহস্পতিবার সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান মান্না এ কথা বলেন।

বৃহস্পতিবার দুপুরে ড. কামাল হোসেনের চেম্বার মতিঝিলে অনুষ্ঠিত ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শেষে মান্না ওবায়দুল কাদের ওই প্রশ্নের জবাব দেন। বৈঠকে সভাপতিত্ব করেন ফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি