শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লায় ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১১.২০১৮


ইমতিয়াজ আহমেদ জিতুঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি রক্ষায় কুমিল্লায় ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।
তারা জেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী এলাকায় আচরণবিধি লংঘিত হচ্ছে কিনা তা নজর রাখবেন।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে কুমিল্লার রিটানিং অফিসার ও জেলা প্রশাসক আবুল ফজল মীর এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক আবুল ফজল মীর জানান, ইতোমধ্যে কোন প্রার্থী বা তাদের সমর্থকরা যাতে আচরণবিধি লংঘন না করে সে বিষয়ে প্রচারণা চালানো হয়েছে। প্রার্থীদের নিজ নিজ এলাকায় নির্বাচনী বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন থাকলে তা এক সপ্তাহের মধ্যে অপসারণ করার জন্য বলা হয়েছে।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং কুমিল্লায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি