[bangla_day],[english_date]


কুবির উত্তরবঙ্গ ছাত্র পরিষদের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
17.11.2018

দেলোয়ার হোসাইন শরীফ, কুবিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উত্তরবঙ্গের ১৬টি জেলা নিয়ে গঠিত সংগঠন উত্তরবঙ্গ ছাত্র পরিষদের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অদূরে ডায়নো পার্কে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

এ মিলনমেলায় উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহা. হাবিবুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাপতি মো. ইমরান হোসেন, ফার্মেসি বিভাগের সভাপতি মো. এনামুল হক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোকাদ্দেস উল আলম, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. নাহিদুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক ড. মো. শাহাবুদ্দিন।

এসময় কুবির উত্তরবঙ্গ ছাত্র পরিষদের সভাপতি মাহমুদুন্নবী, সাধারণ সম্পাদক বিপুল পাল সহ কুমিল্লায় বসবাসরত উত্তরবঙ্গের বিভিন্ন পেশায় চাকুরীজীবী ও কুবিতে পড়ুয়া উত্তরবঙ্গের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুবির উত্তরবঙ্গ ছাত্র পরিষদ সংগঠনটি প্রত্যেক বছরেই মিলনমেলা অনুষ্ঠান, শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ সহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড করে আসছে।এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি