শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


এ কে খন্দকার-সালাম ঐক্যফ্রন্টে যোগ দিলেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১১.২০১৮

ডেস্ক রিপোর্টঃ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার ও একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম আনুষ্ঠানিকভাবে গণফোরামে যোগ দিয়েছেন। রোববার দুপুর ২টার পর জাতীয় প্রেস ক্লাবে তারা ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জোট জাতীয় ঐক্যফ্রন্টে নাম লেখান। এ সময় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন তাদের স্বাগত জানান। গণফোরামের এক নেতা জানান, তাদের বেশিরভাগই আগামী নির্বাচনে অংশ নেবেন।

উল্লেখ্য, বিমানবাহিনী থেকে অবসর গ্রহণের পর রাজনীতিতে সম্পৃক্ত হন এ কে খন্দকার। তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন ও উপপ্রধান সেনাপতি হিসেবে কর্মরত ছিলেন। বিমানবাহিনীর প্রথম প্রধান ছিলেন এ কে খন্দকার। ১৯৭৭ সালে জিয়াউর রহমানের সরকারের সময় ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ পান। ১৯৮৬ সালের অক্টোবর থেকে ১৯৯০ সালের মার্চ পর্যন্ত তিনি এরশাদ সরকারের পরিকল্পনামন্ত্রী ছিলেন। এর আগে তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার ছিলেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার বাংলাদেশ সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন তিনি। ২০০৮ সালের নির্বাচনে অংশ নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং আওয়ামী লীগ সরকারের পরিকল্পনামন্ত্রী হন। ২০১৪ সালে তার বই ‘১৯৭১ :ভেতরে বাইরে’ প্রকাশিত হয়। এতে প্রকাশিত কিছু তথ্যের কারণে ইতিহাস বিকৃতির অভিযোগ আনেন আওয়ামী লীগের নেতারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি