শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


এরশাদের অসুস্থতা নিয়ে ধোঁয়াশা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৮

ডেস্ক রিপোর্টঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সুস্থ বলে দাবি করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী। গতকাল বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনননপত্র জমাদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। এর আগে ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন এসএম ফয়সল চিশতী। পরে ঢাকা-১১ আসনে নিজের মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন, সুস্থ্য আছেন। তিনি নিয়মিত চিকিৎসায় সিএমএইচে আছেন। দু-একদিনের মধ্যেই হুসেইন মুহম্মদ এরশাদ বাসায় ফিরবেন। বুধবার (২৮ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক অনির্ধারিত ব্রিফিং- এ তিনি এ কথা জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরে চিকিৎসা নেন। কিন্তু বর্তমান অবস্থায় তার সিঙ্গাপুরের চিকিৎসা নেওয়ার দরকার নেই। তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন না।’

এদিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এলজিআরইডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ একটু অসুস্থ। তাকে পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয় হবে ১০ ডিসেম্বর । বুধবার দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে রংপুর-৩ আসনে মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন ।

প্রতিমন্ত্রী বলেন, আমরা মহাজোট থেকেই নির্বাচন কবর। ৯ তারিখের আগেই জানা যাবে জাতীয় পার্টি থেকে কারা মহজোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবে। এজন্য খুব শীঘ্রই জাতীয় পার্টির ৮ জন এবং আওয়ামী লীগের ৮ জন বৈঠকে বসছে। দলীয় চেয়ারম্যান আমাদেরকে বৈঠকে বসার দায়িত্ব দিয়েছেন। আমরা সেই বৈঠক থেকে ফাইনাল করব কারা মহাজোটের প্রার্থী। সেই অনুযায়ী জাতীয় পার্টির প্রার্থীরা মনোনয়ন রাখবেন ও প্রত্যাহার করবেন।

এ ঘটনার পর এরশাদ সুস্থ না অসুস্থ এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে জানা গেছে, এরশাদের অসুস্থতা নিয়ে নেতাকর্মীদের মাঝে ধোঁয়াশা সৃস্টি হয়েছে।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি