বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সুচির সম্মানসূচক নাগরিকত্ব কেড়ে নিলো ফ্রান্স


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ রোহিঙ্গা নিধনে নীরবতা পালন করায় ফ্রান্সের রাজধানী প্যারিসে নযিরবিহীন বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের পর প্যারিসের মেয়র এ্যানি হেনালগু মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচিকে ২০০৪ সালে দেয়া সম্মানসূচক নাগরিকত্ব প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

আল-জাজিরা জানিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বরে প্যারিসে অনুষ্ঠিতব্য প্যারিস সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেয়া হবে। এরআগে একই কারণে এইচআরডব্লিউসহ , কানাডা , ব্রিটেনও সম্মানসূচক নাগরিকত্ব প্রত্যাহার করে নেয়।

প্যারিসের আন্তর্জাতিক বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মেয়রের সহযোগি প্যাট্রিক ক্লোগম্যান বলেন, প্যারিসের সম্মানসূচক নাগরিকত্বের ইতিহাসে এটি একটি শক্ত পদক্ষেপ। এছাড়া তিনি অযৌক্তিক নীরবতা পালনের কারণে সরকারেরও সমালোচনা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি