বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুবিতে নির্মাণাধীন হলের চারতলা থেকে পড়ে শ্রমিক আহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১২.২০১৮

দেলোয়ার হোসাইন শরীফ, কুবিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নির্মাণাধীন হলের কাজ করার সময় চার তালা থেকে পরে একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের সম্প্রসারিত অংশের কাজ করার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের সম্প্রসারিত অংশের কাজ করছিলেন তিনি। কাজ চলাকালীন সময় বিকাল ৪ টার দিকে অসাবধানতার কারণে চারতলার ছাদ থেকে নীচে পড়ে যান। মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের কর্মকর্তা মোঃ আলী হাসান নেওয়াজ বলেন,’আহত শ্রমিকের অবস্থা খুবই গুরুতর। চারতালা থেকে পরে মাথায় মারাত্বক আঘাত পেয়েছে সে। বর্তমানে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন,’বিষয়টি আমি মাত্র শুনেছি। আহত শ্রমিককে হাসপাতালে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিবে।’

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি