বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মনোনয়নে বৈধ স্বামী, অবৈধ স্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ মনোনয়ন বৈতরণীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পাশ করলে আটকে গেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। ঢাকা-৮ আসনের আলোচিত প্রার্থী আব্বাসের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হলেও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের মনোনয়ন স্থগিত করেছেন ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা। ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী ছিলেন আফরোজা আব্বাস।

রোববার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আফরোজা আব্বাসের মনোনয়ন স্থগিত কারণ হিসেবে জানানো হয়েছে, আফরোজা আব্বাসের বিরুদ্ধে বেশ কয়েকটি ব্যাংকের ঋণখেলাপির তথ্য রয়েছে।

এ সময় আফরোজার স্বামী বিএনপি নেতা মির্জা আব্বাস এ সংক্রান্ত হাইকোর্টের আদেশ দেখান। তখন রিটার্নিং কর্মকর্তা পরে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন বলে জানান।

রিটার্নিং কার্যালয়ের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন স্বামী মির্জা আব্বাস।

তিনি বলেন, ‘আমার স্ত্রী কোনো জায়গা থেকে টাকা ধার করেনি। কোনো বিবেচনাতেই সে ঋণখেলাপি নয়।’

মির্জা আব্বাস বলেন, ‘আফরোজা যে ঋণখেলাপি নয়, আমরা আদালতের আদেশ সংক্রান্ত কাগজ সাবমিট করেছিলাম। এখানেও আদালত এ নিয়ে যে নির্দেশনা দিয়েছেন, সেটি জমা দিয়েছিলাম। তারপরও ঢাকা-৯ আসন থেকে আমার স্ত্রীর মনোনয়নপত্র কেনো স্থগিত করা হলো, আমার বোধগম্য নয়।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি