[bangla_day],[english_date]


মেয়ের কাছে নাচ শিখছেন ধোনি! 


পূর্বাশা বিডি ২৪.কম :
03.12.2018

ডেস্ক রিপোর্টঃ বাড়িতে থাকলে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বেশি সময় কাটান মেয়ে জিভার সঙ্গে। জিভার সঙ্গে খুনসুটির সেই সব মুহূর্ত প্রায়শই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মাহি। রবিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সে রকমই একটি ভিডিয়ো আপলোড করেছেন তিনি।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাবাকে নাচের স্টেপ শেখাচ্ছে ছোট্ট জিভা।ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের একটি জার্সি পড়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন ধোনি। পাশে দাঁড়িয়ে আছে জিভা।

মিউজিক শুরু হতেই নাচের স্টেপ দেখাল জিভা। আর পাশে দাঁড়িয়ে থাকা প্রাক্তন ভারত অধিনায়ককে নির্দেশ দিল অনুসরণ করতে। সেই মতো জিভাকে অনুসরণ করলেন মাহি। মিউজিক এগোচ্ছে জিভাও বিভিন্ন ভঙ্গিমায় নাচের স্টেপ দেখাচ্ছেন। মেয়ের দেখানো স্টেপ অনুসরণ করার চেষ্টা করছেন ধোনি।এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি